মমতার আমন্ত্রণ গ্রহণ করবেন মোদী? বাণিজ্য সম্মেলনে আসা নিয়ে সংশয়

মমতার আমন্ত্রণ গ্রহণ করবেন মোদী? বাণিজ্য সম্মেলনে আসা নিয়ে সংশয়

কলকাতা: দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার আমন্ত্রণ জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন জানা গিয়েছিল যে, প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং চলতি মাসের সম্মেলনে তিনি আসবেন। কিন্তু হঠাৎ এখন এই নিয়ে সংশয় দেখা দিয়েছে। নরেন্দ্র মোদী কি আদৌ আসবেন কলকাতায় এই সম্মেলনে যোগ দিতে, উঠছে প্রশ্ন। কেন হঠাৎ এমন পরিস্থিতি সৃষ্টি হল, সেটা একটু তলিয়ে দেখতে হবে।

আরও পড়ুন- এবার স্কুলের ইউনিফর্ম হবে নীল-সাদা, থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো, নির্দেশিকা শিক্ষা মিশনের

আসলে প্রধানমন্ত্রীর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে না আসার অন্যতম বড় কারণ তাঁর নিজের দলের একাংশের আপত্তি। যে সময়ে তাঁকে আমন্ত্রণ জানান হয়েছিল তখন থেকে এখন রাজ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি অনেক পালটে গিয়েছে। আবার পরপর রাজ্যের নারী নির্যাতনের ঘটনায় চাপে পড়েছে সরকার, বিজেপি সর্বশক্তি দিয়ে তৃণমূল সরকারের বিরোধিতা করছে। মনে করা হচ্ছে, এই অবস্থায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসেন এই সম্মেলনে যোগ দিতে তাহলে বঙ্গ বিজেপির কর্মী, সমর্থকদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই আশঙ্কা থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ নাকি চাইছে না যে প্রধানমন্ত্রী এখন এই বাণিজ্য সম্মেলনে আসুন।  যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এই ব্যাপারে কোনও বার্তা দেওয়া হয়নি।

করোনার কারণে গত দুই বছরে এমন কোনও সম্মেলন হয়নি। দেশেও কোভিড পরবর্তী সময়ে এই ধরনের কোনও বাণিজ‌্য সম্মেলন হয়নি। কিন্তু বাংলায় আগামী ২০ এপ্রিল রাজ‌্য সরকারের উদ্যোগে বিশ্ব বঙ্গ বাণিজ‌্য সম্মেলন শুরু হচ্ছে। জানা গিয়েছে, মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো ধনকুবেররা এই সম্মেলনে যোগ দেবেন। এখন এটাই দেখার যে প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 7 =