তৃণমূলে দ্বিতীয় কে? অভিষেক দিলেন স্পষ্ট জবাব

তৃণমূলে দ্বিতীয় কে? অভিষেক দিলেন স্পষ্ট জবাব

1f3cb58c9d2f46eaf8317f183c833989

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে হঠাৎ দাবি করা হচ্ছিল যে, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তিনি এই পদে শপথ নেবেন। মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, ২০৩৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। আবার সাংসদ অপরূপা রায়েরও এমনই দাবি ছিল। যদিও তিনি বলেছিলেন, ২০২৪ সালেই অভিষেক মুখ্যমন্ত্রী হবেন, আর মমতা প্রধানমন্ত্রী। এই দাবির পর থেকেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, তৃণমূলের মমতার পর দ্বিতীয় কে। এতদিনে এই নিয়ে কেউই মুখ খোলেননি। তবে আজ খুললেন।

আরও পড়ুন: ১২২ বছরে নতুন রেকর্ড হল না একটুর জন্য!

খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেন বলেন, তৃণমূল কংগ্রেসে এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় আর কেউ নয়, দলের কর্মীরা। তাঁরাই দলের সম্পদ। অভিষেক আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সর্বোচ্চ নেত্রী, তাঁর নির্দেশ অনুযায়ী তিনি কাজ করছেন। এই মুহূর্তে দলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর মূল লক্ষ্য তৃণমূলকে আরও ১০ রাজ্যে প্রতিষ্ঠা করা। সেই কাজ তিনি চালিয়ে যাবেন। এতএব তাঁর অবস্থান নিয়ে যে কৌতূহল জন্মেছিল তা নিরসন করলেন খোদ অভিষেকই। মাঝখানে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছিল। ব্যাপারটা কার্যত মমতা বনাম অভিষেক হয়ে গিয়েছিল। তবে তার পর পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

আসলে কুণাল দাবি করেছিলেন, ”তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন তিনি।” আর অপরূপা বলেছিলেন, ”আমি চাই, আমাদের দিদি ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ২০২৪ সালে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *