আজও মৃত্যুহীন বঙ্গ, পজিটিভিটি কমে গেল আরও কিছুটা

আজও মৃত্যুহীন বঙ্গ, পজিটিভিটি কমে গেল আরও কিছুটা

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ সপ্তাহের শুরুতে তলানিতে নেমেছিল। আজ আরও নেকটা নেমে গেল এই গ্রাফ। আজও রাজ্যে ২০-র নীচে সংক্রমণ, আবারও মৃত্যু শূন্য, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যা প্রায় অর্ধশতকে দাঁড়িয়েছে। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। তবুও কোভিডকে যে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি সেটাও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন- ‘ভারতবাসী আমার পা ধুয়ে জল খেয়েছে’, দাবি নোবেলের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১২ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ২৭৬ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪৮ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৪৫৫ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৫ হাজার ৫৪৯ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.২২ শতাংশে।

অন্যদিকে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + four =

পজিটিভিটি তলানিতে, মৃত্যু শূন্যই বঙ্গ, কোভিড গ্রাফে এদিনও স্বস্তি

পজিটিভিটি তলানিতে, মৃত্যু শূন্যই বঙ্গ, কোভিড গ্রাফে এদিনও স্বস্তি

কলকাতা: বঙ্গের কোভিড গ্রাফ সোমবার তলানিতে নেমেছিল। মঙ্গলবার কিঞ্চিৎ বাড়লেও বুধবার ফের অনেকটা নেমে গেল এই গ্রাফ। আজ রাজ্যে ২০-র নীচে সংক্রমণ, আবারও মৃত্যু শূন্য, এটাই বড় স্বস্তি। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যা অর্ধশতকে দাঁড়িয়েছে। এখন অবশ্য চিকিৎসক মহল করোনা থেকে ডেঙ্গি নিয়ে বেশি চিন্তিত। তবুও কোভিডকে যে হালকাভাবে নেওয়ার কিছু হয়নি সেটাও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন- ‘ভারতবাসী আমার পা ধুয়ে জল খেয়েছে’, দাবি নোবেলের

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ১৪ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ২৬৪ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩০ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৫০ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৪০৭ জন। আজ মোট পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯০০ জনের। বাংলার পজিটিভিটি রেট আজ দাঁড়িয়ে ০.২৯ শতাংশে।

অন্যদিকে কোভিডের অন্যান্য উপসর্গ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠছে। ঠিক যেমন ‘কোভিড কাশি’ নিয়ে এখন চিন্তা বাড়ছে সাধারণের। সাধারণভাবে দেখতে গেলে সর্দি-কাশির মূল উপসর্গের সঙ্গে কোভিডের উপসর্গের তেমন কোনও তফাৎ নেই। অর্থাৎ এক লহমায় বোঝা মুশকিল যে কোনটা কোভিডের কাশি আর কোনটা সাধারণ সর্দির। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যেও সূক্ষ্ম একটা তফাৎ রয়েছে। জানান হয়েছে, সাধারণ কাশি ৬-৭ দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কোভিড কাশি দীর্ঘস্থায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 15 =