কলকাতা: গান্ধী পরিবারের দুই সদস্যকে নিয়ে এখন জল্পনা বৃদ্ধি হচ্ছে। কারণ ২১ জুলাইয়ের সকালেই কলকাতায় পা রেখেছেন ইন্দিরা গান্ধীর পৌত্র বরুণ গান্ধী এবং পুত্রবধূ মানেকা গান্ধী। তাহলে কি তৃণমূলের ২১ জুলাই মঞ্চ থেকে ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন তারা? এই প্রশ্ন উঠে গিয়েছে। আজকের দিনে যে বেশ চমক থাকছে তা আগে থেকেই ইঙ্গিত মিলেছিল। তাই এই দুজনকে নিয়ে কৌতূহল ব্যাপক বাড়ছে।
আরও পড়ুন- কেউ দমিয়ে রাখতে পারবে না! কর্মীদের উজ্জীবিত করে বললেন অভিষেক
সকলেরই জানা বরুণ গান্ধীর সঙ্গে নিজের দল বিজেপির দ্বন্দ্ব অনেক দিনের। বেশ কিছু ইস্যু নিয়ে মত পার্থক্য রয়েছে দুই পক্ষের। সম্প্রতি জিএসটি ইস্যু নিয়েও কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে দেখা গিয়েছে বরুণকে। মানেকা গান্ধীর সঙ্গেও যে বিজেপির সম্পর্ক খুব ভাল তা নয়। এমনকি ২০২৪ সালে লোকসভা ভোটে তারা কেউ টিকিট পাবেন কিনা সেই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই দল ছেড়ে বিজেপির বিরুদ্ধে আরও বড় আঘাত আনার প্রক্রিয়া হয়তো শুরু করবেন তারা। তাই অনেকেই মনে করছেন নির্দিষ্টভাবে ২১ জুলাই কলকাতায় আসা তাদের জন্য কোনও কাকতালীয় ব্যাপার নয়। এখন সত্যি কিছু চমক আছে কিনা তা অল্প সময়ের মধ্যেই জানা যাবে।