কেউ দমিয়ে রাখতে পারবে না! কর্মীদের উজ্জীবিত করে বললেন অভিষেক

কেউ দমিয়ে রাখতে পারবে না! কর্মীদের উজ্জীবিত করে বললেন অভিষেক

কলকাতা: আবার একটা ২১ জুলাই। আবার একটা জনসমাবেশ। বিগত দু’বছর যে ভিড় দেখেনি রাজ্যের মানুষ, আজ তা দেখতে চলেছে। তাই তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে এই নিয়ে আলাদা উত্তেজনা। সকাল থেকেই ভিড় হতে শুরু করেছে ধর্মতলার মঞ্চের সামনে। আর তাদের উজ্জীবিত করতে সকালেই টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত যান চলাচল, কোন পথ দিয়ে সভাস্থলে আসবেন মমতা?

টুইট করে তিনি বার্তা দিয়েছেন, ”বাংলার ইতিহাসে ২১ জুলাই একটি পবিত্র দিন। ১৯৯৩ সালের নৃশংস হত্যাকান্ডে প্রাণ হারানো ১৩ শহিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই শহিদ দিবসে আমাদের স্বর আরও দৃঢ় হোক। কোনও শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। মানুষের জন্য আমরা সবকিছু দেব।” এইভাবেই একুশে জুলাইয়ে ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও এদিন টুইট করা হয়েছে। ধর্মতলা চত্বরের একাধিক ভিড়ের ছবি দেখানো হয়েছে। তারা লিখেছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সব বাধা পেরিয়ে মানুষ আজ এক জায়গায় জড়ো হয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুড়বে বলে এবং ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধা জানাবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =