কলকাতা: ক্রমেই ভিড় বাড়তে চলেছে ধর্মতলা চত্বরে৷ রাস্তায় বাড়ছে যানজট৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল৷ আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট), বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জানা গিয়েছে, বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে সভাস্থলে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ভোর থেকেই ধর্মতলার দিকে মিছিল শুরু, মেট্রো থেকে রেল স্টেশন সর্বত্র উপচে পড়া ভিড়
হাওড়া, শিয়ালদহ স্টেশন দিয়ে তো বটেই, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে তৃণমূল সমর্থকরা আসতে শুরু করেছে মধ্য কলকাতায়। শহরের অনেক রাস্তাতেই যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে৷ অনেক বাস রুট বন্ধ থাকছে৷ এমনকি, মেট্রো পরিষেবাও বাড়তি নয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>