কলকাতা: পশ্চিমবঙ্গে একাধিক নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় সাত মাস আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি তিনি সিবিআইয়ের তদন্ত প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সিবিআই যে এই ক’মাসে ইতিবাচক কিছু করতে পারেনি, রাজ্যের সিট বেশি ভালো কাজ করত, এমন মত প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। এবার সিবিআইকে চরম কটাক্ষ করলেন খোদ সংস্থারই প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। তাঁর কথায়, তারা পিন ধরতে পারেনি, কিং পিন কী ধরবে।
আরও পড়ুন- দেশে প্রতি মানুষের গড় আয়ু কমছে ৫-৭ বছর করে! হঠাৎ কী কারণ
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস আজ আদালতকে পরামর্শ দিয়েছিলেন সিবিআই তদন্ত নিয়ে। সেই পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পছন্দ হয়েছে। সেই প্রেক্ষিতেই তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন তদন্ত আদালতের নজরদারিতে হবে। সিবিআইয়ের পক্ষ থেকে একটি সিট গঠন করা হবে। তদন্তকারী আধিকারিকদের নাম আদালতে আগামী শুক্রবার জমা দিতে হবে। আগামী ১৭ জুন এই নামের তালিকা জমা দিতে হবে। সেই টিমে কমপক্ষে ১২ জন থাকতে হবে। সব মিলিয়ে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ক’দিনেও সিবিআই তদন্তে খুব একটা কিছু অগ্রগতি হয়নি। তাই উপেন তাদের খোঁচা দিয়ে এমন কথা বলেছেন।
তবে আদালত আজ সিবিআই তদন্তে মূল অপরাধীরা ধরা পড়বেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে উপেনকে ‘রঞ্জন’ নামক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে এসএসসি দুর্নীতি মামলায় এই রঞ্জনের নাম এসেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস এই নাম নিয়ে একটি ভিডিও করেছিলেন যা ভাইরাল হয়ে যায়। সেই প্রেক্ষিতেই আদালতে প্রশ্ন তোলা হয় কেন রঞ্জন গ্রেফতার হল না? কেনই বা তাকে গ্রেফতার করা যাচ্ছে না? সে কি বাংলাদেশে পালিয়ে গিয়েছে না এই দেশেতেই রয়েছে?