দেশে প্রতি মানুষের গড় আয়ু কমছে ৫-৭ বছর করে! হঠাৎ কী কারণ

দেশে প্রতি মানুষের গড় আয়ু কমছে ৫-৭ বছর করে! হঠাৎ কী কারণ

নয়াদিল্লি: পৃথিবীতে অনেক কিছু ঘটে যার অনেক সময় কোনও ব্যাখ্যা থাকে না। সেই সব কিছু জিনিস নিয়ে অনন্তকাল ধরে গবেষণা চলতে থাকে, কখনও কিছু দিশা মেলে, কখনও মেলে না। ঠিক এই রকম কৌতূহলের একটি বিষয় হল মানুষের আয়ু। কোন মানুষ কতদিন বাঁচবে সেটাও একটা বিশ্লেষণের বিষয় বটে। আর এই মানুষের গড় আয়ু নিয়েই সাম্প্রতিক এক সমীক্ষা বড় তথ্য দিয়েছে। বলা হচ্ছে, ভারতে প্রতি মানুষের গড় আয়ু ৫ থেকে ৭ বছর পর্যন্ত কমে যাচ্ছে। এর পিছনে রয়েছে যথেষ্ট বড় কারণ, আর সেটাও মানুষেরই সৃষ্টি করা।

আরও পড়ুন- ভারতের নতুন সশস্ত্র বাহিনী ‘অগ্নিপথ’ ! কী ভাবে নিয়োগ করা হবে ‘অগ্নিবীর’দের

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইন্সস্টিটিউটের তরফে এক সমীক্ষা করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশের এয়ার কোয়ালিটি নিয়ে। সেই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরেই বেড়েছে উদ্বেগ। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে মানুষের গড় আয়ু মারাত্মক হারে কমছে। অনেক শহর বা তার সংলগ্ন এলাকায় তো আয়ু কমে যাচ্ছে প্রায় ৫ থেকে ৭ বছর পর্যন্ত। এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বায়ুদূষণকেই। এছাড়াও রয়েছে স্বাস্থ্যকর খাবার না পাওয়া, ধূমপান। এই দুই কারণের জন্য মানুষের গড় আয়ু কমছে প্রায় দেড় থেকে দুই বছর। এই রিপোর্টে শহর ভিত্তিক তথ্যও দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে সবথেকে খারাপ অবস্থা রাজধানী দিল্লির।

রিপোর্ট বলছে, ভারতের সব শহরের মধ্যে দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। এই শহরে মানুষের আয়ু প্রায় ১০ বছর কমে যাচ্ছে দূষণের কারণে। অন্যদিকে ভারতের সবচেয়ে দূষিত রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, ত্রিপুরা। এই শহর গুলিতেও গড় আয়ু কমছে প্রায় ৬ থেকে ৮ বছর করে। তবে বায়ুদূষণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ দেশ ভারত নয়। প্রথম স্থানে রয়েছে পড়শি বাংলাদেশ। ভারতের পর রয়েছে নেপাল, পাকিস্তান। পাশাপাশি এও বলা হয়েছে, গোটা বিশ্বে প্রায় ৩ বছর করে আয়ু কমে যাচ্ছে মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =