কোচবিহার: ‘কাটমানি’ ইস্যুতে এবার বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ৷ কোচবিহারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ‘‘ঠিকাদারদের থেকে কোনও রকম টাকা নেবেন না৷ এমন কিছু করবেন না যাতে ঠিকাদাররা নিজের কাজের সঙ্গে আপোস করে৷’’
আরও পড়ুন- ‘গঙ্গায় লাশ ফেলে দেব…’, পুর প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ চিকিৎসকের
আজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে উদয়নকে বলতে শোনা যায়, ‘‘ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে সব রকম সহযোগিতা করবেন৷ ঠিকদাররা আসবেন, কাজ করবেন, চলে যাবেন৷ কিন্তু রাস্তা তো আপনাদেরই থাকবে৷ আপনাদেরই চলাফেরা করতে হবে৷ এমন কিছু করবেন না যাতে ঠিকাদাররা নিজেদের কাজের মানের সঙ্গে সমঝোতা করেন৷ তাঁদের যেন আপোস করে আপনাদের চাহিদা পূরণ করতে না হয়৷’’ তিনি আরও বলেন, ‘‘বিভিন্ন জায়গা থেকে তাঁদের চাপ দেওয়া হয়৷ কখনও পুজো কমিটি, কখনও মন্দির কমিটি চাপ দিচ্ছে৷ ঠিকাদাররা পকেট থেকে টাকা দিয়ে আপনাদের দাবি মেটাবেন না৷ রাস্তা থেকেই টাকা তুলবেন৷ ফলে রাস্তার মান খারাপ হবে৷’’
তৃণমূলের কাটমানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন বিরোধীরা৷ এবার কার্যত প্রকাশ্যেই দলীয় নেতা কর্মীদের কাটমানি নিতে বারণ করলেন মন্ত্রী উদয়ন গুহ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার কাণ্ডে যখন অনেকটাই কোণঠাসা দল, তখন স্বচ্ছতার বার্তা দিলেন উদয়ন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>