কলকাতা: কোন্নগর পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন দাস ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সনাতন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল খুনের হুমকি দেওয়ার অভিযোগ৷ পুরসভার দেওয়া দামে জমি বিক্রি করা না হলে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে বলে এক চিকিৎসকরে হুমকি দেন তাঁরা৷ অভিযোগ, জন্মাষ্টমীর দিন কোন্নগর পুরসভায় ডেকে ডা. কুণাল বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়। এর পরই উত্তরপাড়া থানায় সনাতন ও স্বপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন চেয়ারম্যান।
আরও পড়ুন- ডিএ চাই, সঙ্গে আরও দাবি, শহরে বিক্ষোভ মিছিল
কুণাল জানিয়েছেন, কোন্নগরে ছয় নম্বর ওয়ার্ডে গঙ্গার পাড়ে তাঁর প্রায় ১৮ কাঠা জমি রয়েছে। গত ১৯ অগাস্ট জন্মাষ্টমীর দিন তাঁকে কোন্নগর পুরসভায় ডেকে পাঠানো হয়৷ সেদিন পুরসভায় ছিল সরকারি ছুটি৷ অভিযোগ, তাঁকে ফাঁকা পুরসভার কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর হাতে ২০ লক্ষ টাকার চেক ধরিয়ে বলা হয়, ওই ১৮ কাঠা জমি যেন অন্য একজনের নামে লিখে দিতে হবে৷ তিনি রাজি হননি৷ এর পর থেকে নানা ভাবে চাপ আসতে শুরু করে৷ লাগাতার হুমকিও দেওয়া হচ্ছিল তাঁকে। ২০ লক্ষ টাকার চেক না দিলে ওই জমি পুরসভা দখল করে নেবে বলেও হুমকি দেওয়া হয়। গঙ্গাপাড়ের ওই জমি মাত্র ২০ লক্ষ টাকায় দিতে রাজি হননি কুণাল। এরপরই তাঁকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেন চেয়ারম্যান ও পুরসভার ইঞ্জিনিয়ার৷ তিনি বলেন, “পুরসভার ইঞ্জিনিয়ার আমাকে বলেছিলেন, ‘এটা যদি মনে করেন গুন্ডামি, তাহলে তাই৷’ এরপরই আমি উত্তরপাড়া থানায় সনাতন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। কুণাল বলেন, ‘স্বপন দাস একজন জমি মাফিয়া। চাপ দিয়ে আমার জমি দখল করতে চাইছেন।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>