বালুরঘাট: বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় বলে পরিচিত বালুরঘাটেও ধস বিজেপি’তে৷ বালুরঘাট পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস৷ ২৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডই তৃণমূল কংগ্রেসের দখলে৷ দুটিতে জয়ী হয়েছে বামেরা৷
আরও পড়ুন- ৯২টি পুরসভা দখল নিল তৃণমূল, উল্লাস করুন, মাত্রাছাড়া ন, বার্তা দলের
২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল৷ ২০২১ সালের বিধানসভা ভোটেও বিজেপি কিছুটা জমি ধরে রেখেছিল বিজেপি৷ কিন্তু পুরোভোটে নামল ধস৷ অন্যদিকে, বিধানসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্ত হল৷
অন্যদিকে, দার্জিলিঙে ‘শূন্য’ বিজেপি৷ তৃণমূল জয়ী মাত্র ২ টি আসনে৷ অনীত থাপার দল পেল আটটি আসন। ১৮টি ওয়ার্ড দখল করে নিল হামরো পার্টি৷ আর বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা পেল ১৮ টি আসন। জিএনএলএফ খাতাই খুলতে পারেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>