কলকাতা: গণনার শুরু থেকেই সবুজ ঝড়৷ ৯২টি ওয়ার্ড দখল করে নিল তৃণমূল৷ জয়ের গন্ধ পেয়েই শাসক দলের বার্তা, উল্লাস প্রকাশ করবেন। কিন্তু উল্লাস কখনওই যেন মাত্রাছাড়া না হয়।
আরও পড়ুন- কামরহাটিতে জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা
পুরভোটের ফল সম্পূর্ণ প্রকাশিত হওয়ার আগেই এই বার্তা দিল তৃণমূল কংগ্রেস। শাসক দলের বার্তা, উল্লাসে সাধারণ জনজীবন যেন বিঘ্নিত না হয়। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কার জন্য কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। দলের নেতা-কর্মীদের আরও দায়িত্বশীল, সংবেদনশীল এবং আরও সহনশীল হতে হবে বলেও বার্তা দেওয়া হয়েছে।
এদিকে, কাঁথি পুরসভা পুনর্দখল নিশ্চিত করে ফেলেছে তৃণমূল। এমনকী অধিকারী পরিবারের বাসস্থান, শান্তিকুঞ্জ যে ওয়ার্ডে রয়েছে, সেই ১৫ নম্বর ওয়ার্ডেও বিজেপি প্রার্থী হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থীর কাছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>