কামরহাটিতে জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা

কামরহাটিতে জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা

কলকাতা: কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড থেকে জিতে গেলেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা৷ ৪,৫৭০ ভোটে জয়ী হয়েছেন তিনি৷ কলেজে পড়ার সময় থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত মেঘনা। তবে এবারই প্রথম ভোটে লড়ার টিকিট পান৷ আর প্রথম বারেই জয়ী৷ 

আরও পড়ুন- তৃণমূলে ফিরেই প্রথম জয়, কাঁচড়াপাড়ায় জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু

উল্লেখ্য, ভোটের দিন কামারহাটিকে বিস্তর অশান্তি হয়েছে৷ সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় বাইক বাহিনীর দাপট৷ হয়েছে বোমাবাজি৷ তবে জয়ী মদন মিত্রের পুত্রবধূ৷ প্রসঙ্গত, এবার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিস্তর বিভ্রান্তি তৈরি হলেও ছিল একাধিক চমক৷ তার মধ্যে অন্যতম চমক ছিল মেঘনা মিত্র৷ সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, এবার কোনও বিধায়ককে প্রার্থী করা হয়নি। একই পরিবারে কোনও সদস্যকে প্রার্থী করা হবে না। অথচ মদন মিত্র নিজেই কামারহাটির বিধায়ক। তাঁর পুত্রও দলের সঙ্গে জড়িত৷ পুরভোটে টিকিট দেওয়া হয় তাঁর পুত্রবধূকেও৷ 

ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন মেঙনা৷ হীরালাল মজুমদার কলেজে ছাত্র রাজনীতি করতেন তিনি৷ তৃণমূল ছাত্র পরিষদ থেকে ২০১১ সালে প্রথম ক্লাস রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন।২০১২ সালে কলেজের কালচারাল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন মদনের পুত্রবধূ। ২০১৭ সালে মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্রের সঙ্গে বিয়ে হয় মেঘনার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =