তৃণমূলে ফিরেই প্রথম জয়, কাঁচড়াপাড়ায় জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু

তৃণমূলে ফিরেই প্রথম জয়, কাঁচড়াপাড়ায় জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু

কলকাতা:  তৃণমূলে ফিরেই জয়৷  কাঁচড়াপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। ২০২১- এর বিধানসভা ভোটে বিজেপির টিকিটে বীজপুর কেন্দ্র থেকে লড়েছিলেন শুভ্রাংশু৷  কিন্তু  তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারীর কাছে তিনি পরাজিত হন৷ ভোটের ফল প্রকাশের পর বাবার হাত ধরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে মুকুল-পুত্রের৷ 

আরও পড়ুন- সবুজ ঝড় কান্দিতে, পরপর পুরসভা দখল তৃণমূলের

উল্লেখ্য, রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট হয়৷ পুরভোটে ব্যপক সন্ত্রাসের অভিযোগ তোলে বিরোধীরা৷ দেদার ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর, সাংবাদিকদের উপর আক্রমণ থেকে অস্ত্র হাতে দাপাদাপি, এক ভয়াল সন্ত্রাসের ছবি দেখেছে বাংলার মানুষ৷ অথচ এর পরেও গতকাল, সোমবার পুর্নির্বাচন হয় মাত্র ২টি ওয়ার্ডে৷ আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। তারপর ইভিএম গণনা৷  গণনার শুরু থেকেই ব্যাপক গতিতে এগিয়ে চলেছে তৃণমূল৷ পুরভোটেও উঠেছে সবুজ ঝড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =