সবুজ ঝড় কান্দিতে, পরপর পুরসভা দখল তৃণমূলের

সবুজ ঝড় কান্দিতে, পরপর পুরসভা দখল তৃণমূলের

কান্দি: সময় যত এগোচ্ছে ভোটের ফলাফল আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক পুরসভা দখল করেছে তৃণমূল। অন্যান্যগুলির মতো কান্দি পুরসভাতেও সবুজ ঝড়। কান্দি পুরসভার মোট ১৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ১৬ টিতে। নির্দল প্রার্থীরা জিতেছেন ২টি, কংগ্রেস, সিপিএম এবং বিজেপির হাত একেবারে খালি। তারা একটিও জিততে পারেনি। কান্দিতে তৃণমূল জিতেছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে। ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড জিতেছে নির্দল।

আরও পড়ুন- ইউক্রেনে ভারতীয়দের উদ্ধারে যেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীরা! জরুরি বৈঠকে মোদী

যা ফল দেখা যাচ্ছে তাতে কাঁথি ও তমলুক পুরসভাও দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত কাঁথির ২১ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল একাই জিতেছে ১৭ টি ওয়ার্ড। বিজেপি জিতেছে ৩ টি ওয়ার্ড। কাঁথির তৃণমূল প্রার্থী রিনা দাসের কাছে হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিংহ। ৭৭ ভোটে তৃণমূলের কাছে পরাজিত হন তিনি৷ ওদিকে জিতেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। ভোট প্রচার চলাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছিল তাঁকে। সেই তিনিই জিতলেন ভোটে। তাছাড়া একে একে ডালখোলা, কোচবিহার, বারাসতে বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 9 =