বেসরকারিকরণের পথে এবার কলকাতা বন্দর

বেসরকারিকরণের পথে এবার কলকাতা বন্দর

7ac151f3402d5fed6745bfe068a53ec6

কলকাতা: শুরু হচ্ছে কলকাতা বন্দরের বেসরকারিকরণ। যেখানে ২০২০ সালে ১৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নতুন নাম ঘোষণা করেছিলেন, সেখানে এবার শুরু হয়েছে বেসরকারিকরণ প্রক্রিয়া। কলকাতা ও হলদিয়া বন্দরের বার্থ-সহ বর্তমানে বিভিন্ন রকম প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে।

আরও পড়ুন- পরের বাণিজ্য সম্মেলন কবে? দিনক্ষণ এখনই ঘোষণা করে দিলেন মমতা

সোমবার এসএমপি-র চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, এই প্রকল্পে ২০০ কোটি টাকা বিনিয়োগের আশা করা হচ্ছে। অত্যাধুনিক হাসপাতালের সঙ্গে তৈরি হবে মেডিক্যাল কলেজও। গোটাটাই হবে পিপিপি মডেলে। আর্থিক বছরে ১২০ কোটি টাকা লাভ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট। যা আগেরবারের থেকে প্রায় ১৬ কোটি বেশি। পাশাপাশি জানা গিয়েছে, বেসরকারি বিনিয়োগে ৩০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হবে। মাঝেরহাটে ডায়মন্ডহারবার রোডে প্রায় ৮ একর জমিতে বন্দরের নিজস্ব হাসপাতালে বেড সংখ্যা ১৫০। আধুনিক ব্যবস্থার ওপর তৈরি এই হাসপাতালে বন্দরের বর্তমান কর্মী, আধিকারিক ও অবসরপ্রাপ্তরা চিকিৎসার সুযোগ পান।

বিনীত কুমার আরও জানিয়েছেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা ও হলদিয়া বন্দরে প্রায় ১৭০০ কোটি টাকা বিনিয়োগ হবে।’ অন্যদিকে, বন্দরের সিটু অনুমোদিত কর্মী ইউনিয়নের নেতা সমরেন্দ্র মণ্ডল জানান, ‘হাসপাতালের বেসরকারিকরণ হলে কর্মী ও অবসরপ্রাপ্তদের চিকিৎসা পরিষেবা অনিশ্চিত হয়ে পড়বে। আমরা এব্যাপারে আপত্তি জানাব।’ যদিও বন্দর কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, বর্তমান কর্মী ও অবসরপ্রাপ্তরা আগের মতোই চিকিৎসা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *