SSC-র বিজ্ঞপ্তিতে ‘ভুল’, বিভ্রান্তি নিয়ে সাফাই দিলেন চেয়ারম্যান

SSC-র বিজ্ঞপ্তিতে ‘ভুল’, বিভ্রান্তি নিয়ে সাফাই দিলেন চেয়ারম্যান

3a816132f1b9a7d178fba8b43422dcfa

কলকাতা: উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে ডাকা হয়েছে দেড় হাজারের বেশি চাকরিপ্রার্থীকে। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছিল বিভ্রান্তি। তবে এখন সেই ‘ভুল’ স্বীকার করে নিয়ে তা শুধরে দেওয়া হচ্ছে। তবে কেন ভুল হয়েছিল তার ব্যাখ্যাও দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

আরও পড়ুন: ৬ নম্বরে পার্থর নাম, নিয়োগ মামলায় প্রথম চার্জশিট দিল সিবিআই

যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে লেখা ছিল, চাকরিপ্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য ‘ইনটিমেশন লেটার’ ডাউনলোড করতে পারবেন ১৪.০৯.২০২২ থেকে। কিন্তু ১৪ সেপ্টেম্বর তারিখটি পেরিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ধন্দ ছড়ায়। কিন্তু কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশ পাওয়ার পর তড়িঘড়ি বিজ্ঞপ্তি করতে গিয়েই ভুল হয়েছে। ওটা ১৪ অক্টোবর হবে। জানা গিয়েছে, ১ হাজার ৫৮৫ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে এসএসসি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেই জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে।

৬ বছর আগে যে পরীক্ষা হয়েছিল তার মেধা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তার প্রেক্ষিতেই আদালতে মামলা হয়। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ওই মেধাতালিকা বাতিল করতে হবে, পাশাপাশি নতুন করে ইন্টারভিউ নিতে হবে। তার পরেই এসএসসি শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এখন সংশোধিত বিজ্ঞপ্তি শনিবারই প্রকাশ পাবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *