আসানসোল: সকাল ৭টা থেকে রাজ্যের চার পুরনিগমে চলছে ভোটগ্রহণ৷ শুরু থেকেই বিক্ষিপ্ত আশান্তির খবর উঠে আসছিল৷ কিন্তু এবার রক্ত ঝরল আসানসোলে৷ মাথা ফাটল বিজেপি প্রার্থীর৷ আসানসোল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি৷ বুথ দখলে বাধা দেওয়ার বিজেপি প্রার্থী আদর্শ শর্মার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷ মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ অভিযোগের আঙুল তৃণমূলের দিকে৷
আরও পড়ুন- দফায় দফায় উত্তেজনার মধ্যেই চলছে ভোটগ্রহণ, সকাল ১১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল
সকাল থেকে কড়া নিরাপত্তা থাকলেও রক্তপাতহীন নির্বাচন সম্ভব হল না৷ আক্রান্ত হলেন খোদ বিজেপি প্রার্থী৷ আদর্শবাবু জানান, কোনও ক্রমে পালিয়ে প্রাণে বেঁচেছেন তিনি৷ তাঁর অভিযোগ, বাইরে থেকে ছেলে এনে বুথে ভোট রিগিং করা হচ্ছিল৷ প্রায় ২০০ জন উপস্থিত ছিল ওই বুথে৷ বাধা দিতে গেলেই আক্রমণ করা হয়৷ বিজেপি প্রার্থী জানান, লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে৷ আক্রমণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও তাঁর অভিযোগ৷ তিনি বলেন, ‘‘আমার দিকে বন্দুক তাক করে লাঠি দিয়ে মারা হয়েছে৷’’
উল্লেখ্য, সিধু কানু স্কুলে এই হামলার ঘটনাটি ঘটে৷ আদর্শ বলেন, ‘‘এর পিছনে রয়েছে প্রাক্তন কাউন্সিলার তথা তৃণমূল প্রার্থী৷ উনি প্রকাশ্যে রিগিং করছেন৷ ভোটাররাও সেটা দেখেছে৷ পুলিশ এখানে নীরব দর্শক৷ আমি পালিয়ে না এলে আমার খুন করে দিত৷ আমার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে৷ বুথেই পড়ে রয়েছে বাইক৷ আমরা কোনওমতে একটা টোটোতে চেপে ওখান থেকে পালিয়েছি৷’’