Aajbikel

মামলা নিষ্পত্তির আগেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার, স্কুলে যাবেন চাকরি হারানো শিক্ষকরা

 | 
পর্ষদ

কলকাতা: মামলা নিষ্পত্তির আগেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার৷ সোমবার বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ চাইলে চাকরি বাতিল হওয়া ২৬৮ জন শিক্ষক স্কুলে যেতে পারেন৷ জেলা বিদ্যালয় সংসদগুলিকে নির্দেশ প্রাথমিক শিক্ষক পর্ষদের৷ 

আরও পড়ুন- NET 2022: ৯৯% নম্বর, প্রতিবন্ধকতাকে হারিয়ে নয়া স্বপ্ন দেখছে পিয়াসা


কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল ২৬৮ জনের চাকরি৷ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ এবার সেই চাকরি বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল পর্ষদ৷ চাইলে চাকরি বাতিল হওয়া ২৬৮ জন শিক্ষক ফের স্কুলে যেতে পারেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে৷ 


রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে ২২টি প্রাথমিক জেলা শিক্ষা সংদের চেয়ারম্যানদের জানানো হয়েছে, হাই কোর্টের নির্দেশের পর তারা যে চাকরি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও মামলার নিষ্পত্তি হয়নি৷ মামলার নিষ্পত্তির আগে প্রাথমিক শিক্ষ পর্ষদের এই বিজ্ঞপ্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ গত ১৩ জুন হাই কোর্ট তার নির্দেশে জানিয়েছিল, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে ২৬৮ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত৷ সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে৷  প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, আইনজীবীদের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like