লাথি খাওয়ার জন্য টাকা খরচ করেছিলেন জয়প্রকাশ! কী বললেন তথাগত

লাথি খাওয়ার জন্য টাকা খরচ করেছিলেন জয়প্রকাশ! কী বললেন তথাগত

কলকাতা: ২০১৯ সাল। পশ্চিমবঙ্গে তিনটি বিধানসভা আসনে চলছিল উপনির্বাচন। করিমপুরের বিজেপি প্রার্থী ছিলেন জয়প্রকাশ মজুমদার। সেই নির্বাচনে ৩-০ হেরেছিল বিজেপি সেটা তো আলাদা ব্যাপার। বড় ব্যাপার ছিল, তৃণমূল কর্মীদের কাছ লাথি খেতে হয়েছিল জয়কে! সেই ছবি, ভিডিও সবই ভাইরাল ছিল। এখন সেই জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মমতা এবং অভিষেকের উপস্থিতিতেই। তবে সেই লাথির ঘটনার কথা মনে করিয়ে বিস্ফোরক দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। টুইট করেছেন তিনি এই দল বদল প্রসঙ্গে।

আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের

তথাগত দাবি করেছেন, জয়প্রকাশ মজুমদার নাকি লাথি খাওয়ার জন্য বেশ কিছু টাকা খরচ করেছিল! টুইটে তিনি লিখেছেন, ”জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির এই দৈন্যদশার মধ্যেও একটা কীটাণু খসে যাওয়ায় একটু শক্তি বাড়ল। শোনা যায় জয়প্রকাশ নাকি লাথি খাবার জন্য বেশ কিছু টাকা খরচ করেছিল। শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, তারপর এই! যাই হোক, বিদায় তো হয়েছে! আহা কী আনন্দ আকাশে বাতাসে!” যে ঘটনার কথা তথাগত বলেছেন সেই ঘটনায় তৃণমূল কর্মীদেরই দায়ী করেছিলেন জয়প্রকাশ মজুমদার।

এদিকে আজ অবশ্য তাঁর ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছে। আজ তৃণমূলে যোগ দিয়ে জয়প্রকাশ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ময়দানের মেসি তাতে কোনও সন্দেহ নেই। আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাংলার অশ্মিতাকে রক্ষা করার জন্য, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নারী দিবসে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন সেই প্রসঙ্গে জয়প্রকাশের বক্তব্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনন্যা একজন নারী। তাই আজকের দিনে এই যোগ দান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন,  তিনি যখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তখন তাদের ভোট ছিল ৪-৫ শতাংশ। তাই কেউ তাঁকে সুযোগ সন্ধানী বলতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =