কলকাতা: ভোট গণনা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই ফল কার্যত স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেল মেখলিগঞ্জ ও হলদিবাড়ি পুরসভা। মেখলিগঞ্জ পুরসভায় মোট নটি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে পাঁচটিতে জিতে গেল তৃণমূল কংগ্রেস। মেখলিগঞ্জ পুরসভায় ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা। কোচবিহার জেলার হলদিবাড়ি পুরসভাতেও জয়ী তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তুফানগঞ্জের ৩ ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল বলে খবর। মাথাভাঙা পুরসভার দুটি ওয়ার্ডেও উড়ছে তৃণমূলের পতাকা।
আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘#তৃতীয় বিশ্বযুদ্ধ’
উল্লেখ্য, ভোট হওয়ার অনেক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা, বজবজ, সিউড়ি, সাইথিয়া দখলে চলে গিয়েছে শাসক দলের। ১০৮ পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ২ হাজার ২৭৭ টি। এর মধ্যে ১০৩টিতে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে। আর বাকি যেগুলি রয়ে গেল তার মধ্যে বেশিরভাগ পুরসভায় এগিয়ে তৃণমূল। সব মিলিয়ে মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন যাদের ভাগ্য নির্ধারিত হবে আজ। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।
রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে ছাড় রয়েছে ঠিকই, কিন্তু কোনও রকম অশান্তি বরদাস্ত করা যাবে না। যে কোনও জায়গায় অপ্রীতিকর কোনও ঘটনা ঘটলে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে কমিশনের তরফে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।