হিংসা ছড়াতে পারে অগ্নিমিত্রার মন্তব্য, শাস্তির দাবিতে কমিশনে তৃণমূল

হিংসা ছড়াতে পারে অগ্নিমিত্রার মন্তব্য, শাস্তির দাবিতে কমিশনে তৃণমূল

db2a14dcde35c6767aa5832195b95f39

কলকাতা: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বিতর্কিত ও হিংসামূলক মন্তব্য করার কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেস আজ আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তাঁর এই বিতর্কিত মন্তব্য সেখানে হিংসার পরিস্থিতি তৈরি করতে পারে বলে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে অভিযোগ জানিয়েছেন। এর বিরুদ্ধে ব্যবস্থ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য গত ১৯ তারিখে বিজেপি প্রার্থী স্থানীয় একটি মন্দিরে পুজো দেওয়ার পরে সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় মারের বদলা মার তো হবেই বলে মন্তব্য করেন বলে চিঠিতে কুণাল ঘোষ উল্লেখ করেছেন।

আরও পড়ুন- ইডি-র হাজিরা এড়ালেন অভিষেক! ই-মেল করে জানালেন কারণ

আসলে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি ভোট দিতে গেলেই ধরে নেওয়া হবে বিজেপি-কে ভোট দেবেন। কিন্তু, ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক। আর যদি ভোট দিতে না যান, তাহলে ধরে নেব, আপনি আমাদের সমর্থক। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’ ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়। পাল্টা আবার হুমকি দিতে দেখা যায় বিজেপির নেত্রী তথা আসানসোলের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। তিনি বলেছিলেন মারের বদলে মার হবে। বিজেপিকে এইভাবে ভয় দেখানো যাবে না। তার প্রেক্ষিতেই তৃণমূলের এই অভিযোগ।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর ভাইরাল ভিডিয়ো ক্লিপের পর এই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল বিধায়ক নিজে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, সেটা পুরোনো ভিডিও হতে পারে। বড় কোনও নেতার নির্দেশে তিনি হয়তো তা বলেছিলেন। নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করেছিলেন তিনি। তবে ওই ভিডিওর জন্যই কড়া শাস্তির মুখে পড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *