কুৎসিত রাজনীতি হচ্ছে! শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে বিজেপিকে একহাত তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান হয়নি বলেই অভিযোগ

কলকাতা: দীর্ঘ টালবাহানার পর সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের। ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু এই উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বোধনী অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান হয়নি বলেই অভিযোগ তোলা হচ্ছিল। কিন্তু কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রবিবার আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন- চলতি সপ্তাহে রোদের দেখা মিলবে না? কী বলছে হাওয়া অফিস

তৃণমূল নেতার কথায়, মেট্রো উদ্বোধন নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। অনুষ্ঠানের আগের দিন রাতে একটা আমন্ত্রণ পত্র তাঁর বাড়ি দিয়ে আসা হল, এটা কি কোনও নিমন্ত্রণ, প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেট্রোর কাজ হয়েছে, তিনি রেলমন্ত্রী থাকাকালীন টাকা বরাদ্দ করেছিলেন, জমির ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই মেট্রো উদ্বোধনে তাঁকেই এইভাবে আমন্ত্রণ জানান হচ্ছে, যা আদতে কোনও আমন্ত্রণই নয়। বিজেপি কুৎসিত রাজনীতি করছে বলেই তোপ দাগেন তিনি। যদিও জানা গিয়েছে, মেট্রোর উদ্বোধনে এমনিতেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব সূচি অনুযায়ী আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য খুলে যাচ্ছে শিয়ালদহ মেট্রো। মোট ১০০ টি ট্রেন চালানো হবে। ব্যস্ত সময়ে ১৫ মিনিট অন্তর এবং দিনের অন্য সময়ে ২০ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। মেট্রো চলবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =