কলকাতা: তৃণমূল কংগ্রেসের অস্বস্তি কমার কোনও লক্ষণ নেই। দলীয় কোন্দল তো আছেই, তার মধ্যে আবার নানান জায়গায় তৃণমূল নেতাদের বিতর্কিত মন্তব্য, শাসানি, হুমকি সবকিছু। বিগত কয়েক দিনে এই রকম একাধিক ঘটনা সামনে এসেছে। এবার ঘটনা সোনারপুরে। বাড়িতে ঢুকে এক বিধবা মহিলাকে হুমকি দিলেন তৃণমূল নেতা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে দেওয়ার হুমকি দিলেন তিনি। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসায়।
আরও পড়ুন- গাংনাপুর কাণ্ড: নির্যাতিতার বিষক্রিয়ায় মৃত্যু বলে দাবি! দ্বিতীয়বার দেহের ময়নাতদন্তের নির্দেশ
কণিকা মজুমদার নামে ওই মহিলা সোনারপুর থানায় অভিযোগ জানিয়ে বলেন, পৈতৃক সম্পত্তি বিক্রি না করে তিনি দীর্ঘ দিন ফেলে রেখেছিলেন। কিন্তু ওই জমিতে তৃণমূলের নেতা পার্থ মণ্ডল বেআইনি নির্মাণ করতে চাইছেন। এই বিষয় নিয়ে তিনি আগেই মামলা দায়ের করে আদালতে যান। এর পরেই তাঁর বাড়িতে পার্থ চড়াও হন বলে অভিযোগ। জানান হয়েছে, মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। সেই জন্যই হুমকি দেওয়া হচ্ছে খুন করার। সোনারপুর টাউন তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি পার্থ মণ্ডল। কণিকার দাবি, তাঁকে অশ্লীল ভাষায় কটূক্তি করার পাশাপাশি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করার হুমকি দিয়েছেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, স্বামী মারা যাওয়ার পর দুই ছেলে-মেয়েকে নিয়ে এখানে একাই থাকেন কণিকা। কিছু বছর আগে সন্তানরা দেশের বাইরে চলে যাওয়ায় এখন তিনি বাড়িতে একাই থাকেন। তাই স্বাভাবিকভাবেই স্থানীয় শাসক দলের নেতার থেকে এই হুমকি পাওয়ার পর তিনি আতঙ্কে আছেন। পুলিশের সাহায্যের আশা করছেন তিনি। যদিও এদিকে পুলিশের দাবি, ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতাও। অন্যদিকে, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।