পার্থর আবেদন খারিজের দিনেই তৃণমূলের ‘অভিনন্দন যাত্রা’, বেহালায় ভিড়

পার্থর আবেদন খারিজের দিনেই তৃণমূলের ‘অভিনন্দন যাত্রা’, বেহালায় ভিড়

c36881fb6d14d90aa3d94fff2176281f

কলকাতা: এসএসসি কাণ্ড নিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নজিরবিহীন নির্দেশে ইতিমধ্যেই যথেষ্ট বিপদ বেড়েছে পার্থর। এদিকে গ্রেফতারি এড়াতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন, শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাও খারিজ করে দিয়েছে। সব মিলিয়ে চাপ বাড়ছে তাঁর ওপর। এই অবস্থায় বেহালায় তৃণমূল কর্মীরা বড় মিছিল করল। পার্থ চট্টপাধ্যায়ের বিধানসভা এলাকাতে হল ‘অভিনন্দন যাত্রা’।

আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত, বিজেপির প্রস্তুতি নিয়ে অবাক মন্তব্য সুকান্তর

আসলে বৃহস্পতিবার নেটমাধ্যমে একটি পোস্ট করা হয়েছিল যে, পার্থ চট্টোপাধ্যায়কে ‘হেনস্থা’র প্রতিবাদ একটি মিছিল করা হবে। কিন্তু সেই মিছিল করতে স্পষ্ট বারণ করে দেন স্বয়ং পার্থ। তিনি জানান, ”অতি উৎসাহী হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন। অবিলম্বে এই ধরনের পোস্টগুলি সরিয়ে ফেলুন।” এরপরেই এই মিছিল বন্ধ না করে তার কারণ পালটে দেওয়া হয়। প্রতিবাদ মিছিল না করে বেহালার তৃণমূল কর্মীরা ‘মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের ১১ বছর’-এর সমর্থনে মিছিল করে। এমনই কার্যত নির্দেশ এসেছিল মন্ত্রীর কাছ থেকে। সেই মিছিলই আজ হল বেহালা অজন্তা থেকে সখেরবাজার পর্যন্ত।

এদিকে বুধবারের পর শুক্রবার সকালেও ফের সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের নির্দেশ মেনে পার্থ নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে যান। শুক্রবার ফের টানা তিন ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। অন্যদিকে নিজাম প্যালেসে যখন সিবিআই আধিকারিকদের মুখোমুখি পার্থ, ঠিকই তখনই শুক্রবার তার মামলার শুনানি ছিল আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *