কলকাতা: আর কয়েক মাসেরই দেখতে গেলে অপেক্ষা। তারপর রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এই ভোট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলার শাসক দল। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েই দিয়েছেন এই নির্বাচন নিয়ে। মানুষের কাজ যাতে কেউ ফেলে না রাখেন তার নির্দেশ দেওয়া হয়েছে দলীয় কর্মী, নেতাদের। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি কতদূর? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যা বললেন তাতে অবাক হতে হয়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির সব মামলায় পার্থকে অন্তর্ভুক্তির নির্দেশ হাই কোর্টের
বিজেপি আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে একেবারেই প্রস্তুত নয়! এমনই বক্তব্য বাংলার গেরুয়া ব্রিগেডের সভাপতির। সুকান্ত জানাচ্ছেন, ২০২১ বিধানসভা ভোটের পর বাংলায় বিজেপি কার্যত ধ্বংস হয়েছে। বিরাট সংখ্যক বিজেপি নেতা, কর্মীরা মার খেয়েছেন, অনেকের ঘর ছাড়া। রাজ্য জুড়ে সন্ত্রাস হচ্ছে। তৃণমূল চাইছে না বিরোধীরা মনোনয়ন পেশ করুক। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের জন্য একদম প্রস্তুত নয় ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, এই যুক্তি দিয়েই সুকান্ত মজুমদার শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট পেশ করতে চলেছেন। সুকান্ত আরও জানিয়েছেন, ২০২১ সালের ভোটের পর এখনও পর্যন্ত বুথ কমিটি, মণ্ডল কমিটি গঠন করা হয়নি। তারপর দলীয় কোন্দলের একটা সমস্যা আছেই। সব মিলিয়ে বিজেপি তৈরি নয়।
আসলে বিধানসভা ভোটের পর যে ক’টা নির্বাচন বাংলায় হয়েছে তার সবকটিতেই বিশ্রীভাবে হেরেছে বিজেপি। উপনির্বাচন থেকে শুরু করে পুরসভা নির্বাচন, সবেতেই বিরাট ভোট পেয়ে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, অধিকাংশ জায়গায় বিজেপি প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখন থেকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে পদ্ম বাহিনী।