কলকাতা: সময় যতই বাড়ছে ততই আরও একটু একটু করে আইনি জালে জড়িয়ে পড়ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নজিরবিহীন নির্দেশে ইতিমধ্যেই যথেষ্ট বিপদ বেড়েছে পার্থর। এবার তাঁর বিরুদ্ধে নেওয়া আইনি নির্দেশে নব সংযোজন হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন SSC নিয়োগে দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় যেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম নথিভুক্ত করা হয়। শুক্রবার দুপুরে পার্থর বিরুদ্ধে এমনই নজিরবিহীন রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এছাড়াও পার্থকে সমস্ত SSC মামলায় পক্ষ হিসাবে নিযুক্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলেই জানা যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দ্বারস্থ হচ্ছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর আবেদন ছিল, SSC নিয়োগ দুর্নীতির মামলায় প্রথম থেকে তাকে ‘পক্ষ’ হিসেবে ঘোষণা করা হয়নি। অথচ তাকে সিবিআই দপ্তরে যেতে বলা হচ্ছে। ভবিষ্যতে তাঁকে গ্রেফতারও করতে পারেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে এমন আর কোনও কড়া পদক্ষেপ যাতে না নেওয়া যায় তার জন্যই সুপ্রিম কোর্টে আবেদন। আগামী দিনে আইনি প্যাচে পড়ার হাত থেকে বাঁচতে রক্ষাকবচ চাইতেই পার্থ চট্টোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাচ্ছেন বলে জানা যায়। যদিও শুক্রবার সকালেই আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপরে আস্থা রাখছেন পার্থ চট্টোপাধ্যায়, এখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন না। কিন্তু পরবর্তীতে যাতে হাইকোর্টের নির্দেশের হাত থেকে বাঁচতে রক্ষাকবচ চাওয়ার ক্ষেত্রে আর কোনও ফাঁক না থাকে তার জন্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নজিরবিহীন সিদ্ধান্ত বলে অনুমান।
বুধবারের পর শুক্রবার সকালেও ফের সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সিবিআইয়ের নির্দেশ মেনে পার্থ নির্ধারিত সময়েই নিজাম প্যালেসে যান। শুক্রবার ফের টানা তিন ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। অন্যদিকে নিজাম প্যালেসে যখন সিবিআই আধিকারিকদের মুখোমুখি পার্থ, ঠিকই তখনই শুক্রবার তার মামলার শুনানি ছিল আদালতে। সেখানেই পার্থর আইনজীবী জানান, একক বেঞ্চে যে রায়ে পার্থকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছে তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। একইসঙ্গে মন্ত্রীত্ব ছাড়ার ব্যাপারে যে পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেটাও বাদ দেওয়ার আবেদন জানান পার্থের আইনজীবী। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই আবেদন খারিজ করে দেয়।