বাচ্চাদের আবদার শুনলেন না মিঠুন! তারকার মন্তব্যে খোঁচা তৃণমূলের

বাচ্চাদের আবদার শুনলেন না মিঠুন! তারকার মন্তব্যে খোঁচা তৃণমূলের

আসানসোল: সিনেমায় তাঁর বলা বেশিরভাগ সংলাপ মারকাটারি হিট। এখনও মানুষের মুখে মুখে ফেরে সেই সব ডায়লগ। তাঁর নাম যে মিঠুন চক্রবর্তী। বলা যায়, হিন্দি সিনেমা জগতে তিনিই প্রথম এবং শেষ সুপারস্টার। বাংলাতেও তাঁর করিশ্মা কত তাও আলাদা করে বলার দরকার পড়ে না। সেই মিঠুনের মুখ থেকে শোনা গেল আরও একটি নতুন সংলাপ। তবে তা নিয়ে এখন বিতর্ক। বেশ কয়েকজন কচিকাঁচার উদ্দেশ্যে মিঠুন এই মন্তব্য করেছেন তবে তা ভালোভাবে দেখছে না তৃণমূল। ব্যাপারটা কী?

আরও পড়ুন- হাফপ্যান্ট পরা মন্ত্রী ছিলেন! কাকে খোঁচা দিলেন তৃণমূল সাংসদ

জেলা বিজেপি দফতরে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে আসানসোলে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। সেই বৈঠক থেকে বেরনোর সময়ে এক দল বাচ্চাকে দেখে একটি মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়েই এখন শোরগোল। বিজেপির আসানসোল জেলা অফিসে মিঠুন চক্রবর্তী এসেছেন শুনে সেখানে ভিড় জমিয়েছিল অনেকে। ছিল বেশ কয়েক জন খুদেও। প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার জন্য অফিসের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারা। বৈঠক শেষে মিঠুন দফতরের বাইরে আসতেই বাচ্চারা হইহই করে চিৎকার শুরু করে। কিন্তু মিঠুন তাদের পাত্তা দেননি বলেই অভিযোগ। বরং এক ভিডিও ভাইরাল হয়েছে তাতে শোনা যায়, মিঠুন তাদের উদ্দেশ্যে বলছেন ‘অ্যাই ভাগ’! তারপর গাড়িতে উঠে যান তিনি। এতেই বিতর্ক।

বৈঠকে ঢোকার সময় কচিকাঁচাদের কেউ কেউ তাঁর সঙ্গে হাত মেলাতে পেরেছিল। কিন্তু বেরনোর সময়ে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তারকা নেতাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা নেতৃত্বের তরফে বলা হয়েছে, বাচ্চাদের সঙ্গে হাত মেলাতে বা তাদের স্পর্শ করতে যাদের রুচিতে বাধে, তারা নাকি বাংলায় জনসেবা করবে। কটাক্ষ করে এও বলা হয়েছে, মিঠুন উঁচু মানের অভিনেতা, তাই হয়তো তাঁর কাছ থেকে এই আচরণ আশা করা যায়। উল্লেখ্য, বিজেপির আসানসোল জেলা অফিসে বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট, জেলা কমিটির সদস্য এবং আসানসোল পুর নিগমের কাউন্সিলরদের সঙ্গে বিশেষ বৈঠক করতে আসেন মিঠুন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − one =