‘আনফলো’ করেছেন দলকে, সাংসদকে কড়া বার্তা দিল তৃণমূল

‘আনফলো’ করেছেন দলকে, সাংসদকে কড়া বার্তা দিল তৃণমূল

কলকাতা: কালী ছবির পোস্টার বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। একটি বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে যে মন্তব্য তিনি করেছেন তা নিয়ে এখন তোলপাড় হচ্ছে দেশ। উল্লেখযোগ্য বিষয়, তাঁর এই মন্তব্যকে তৃণমূল কংগ্রেস দল সমর্থন করেনি বরং তারা জানিয়েছে এই মত ওই সাংসদের ব্যক্তিগত ধারণা। এরপরেই নিজের দলকেই টুইটারে ‘আনফলো’ করে দিয়েছেন ওই সাংসদ। কিন্তু তৃণমূল নিজেদের সিদ্ধান্তেই অনড়।

আরও পড়ুন- এগিয়ে আসতে পারে পঞ্চায়েত ভোট? অনেক ইঙ্গিত মিলছে

তৃণমূল দল তাঁর বক্তব্য সমর্থন না করার কয়েক ঘণ্টার মধ্যেই সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডেলটিকে অনুসরণ করা বন্ধ করেন তৃণমূল সাংসদ। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও টুইটারে ‘ফলো’ করছেন তিনি। অনেকের অনুমান, তিনি বোঝাতে চাইছেন, দল নয়, তাঁর কাছে সর্বোচ্চ সম্মানিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে কেউ নেই। আর এখনও পর্যন্ত এই ইস্যুতে মুখ খোলেননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এদিকে আবার এই ইস্যুতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি। দলের মহিলা মোর্চা মিছিল করে বউবাজার থানায় গিয়ে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। একই থানায় ৫৬ টি অভিযোগ দায়ের করা হয়েছে! একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তারা তাঁর গ্রেফতারি চেয়েছে।

বিজেপি দাবি করছে, হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানেন না ওই তৃণমূল সাংসদ এবং না জেনেই ইচ্ছাকৃতভাবে মা কালীকে নিয়ে ওই বিরূপ মন্তব্য করেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেই হবে। যদিও তৃণমূল সাংসদ এবার নিজেই টুইট করে জানিয়েছেন, তিনি কাউকে ভয় পান না, তিনি নিজেই কালী ভক্ত। বিজেপিকে একহাত নিয়ে বলেন, তাঁদের গুণ্ডা, পুলিশ, অজ্ঞতা কাউকেই ভয় পান না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 9 =