এগিয়ে আসতে পারে পঞ্চায়েত ভোট? অনেক ইঙ্গিত মিলছে

এগিয়ে আসতে পারে পঞ্চায়েত ভোট? অনেক ইঙ্গিত মিলছে

কলকাতা: রাজ্য সরকার গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলির বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে গ্রামীণ রাস্তা, জল প্রকল্প, গ্রামীণ আবাস ও শৌচালয়ের কাজ দ্রুত শেষ করা সহ ১০০ দিনের কাজে গতি বাড়ানোর জন্য সব জেলার জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কারণ অনুমান করা হচ্ছে যে, এগিয়ে আসতে পারে আগামী বছরের পঞ্চায়েত নির্বাচন।

আরও পড়ুন- বিজেপির মিছিলে অনুমতি দিল হাইকোর্ট, রয়েছে শর্ত

উপরিউক্ত নির্দেশের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতগুলিকে গ্রাম সভা বসিয়ে সাধারণ মানুষের সমস্যা জেনে তা দ্রুত সমাধান করার কাজও করতে বলা হয়েছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জেলা সফরে গিয়ে দলীয় কর্মীসভায় পঞ্চায়েতের বকেয়া কাজ দ্রুত শেষ করার কথা বলেছিলেন। তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল যে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন হয়তো এগিয়ে আসবে। মুখ্যমন্ত্রীর কথা ছিল, যে কোনও দিন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতে পারে। তাই এখন থেকেই দ্রুত কাজ শেষের নির্দেশ দেওয়া হচ্ছে।

আসলে মুখ্যমন্ত্রীর কথায় এও ইঙ্গিত মিলেছিল যে, বর্ষকাল শেষ হওয়ার পরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ হয়ে যেতে পারে। সেই প্রেক্ষিতেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে মানুষের কাজ ফেলে না রাখতে বার্তা দেওয়া হয়। নির্বাচন ঘোষণা হয়ে গেল আর কাজ করা যাবে না, তাই দ্রুত সব কাজ শেষের নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে মমতার দলের কাছে এই পঞ্চায়েত ভোট হতে পারে ‘অ্যাসিড টেস্ট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *