কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে আরও অনেক টাকার সম্পত্তি। আরও মিলতে পারে বলে অনুমান। স্বাভাবিকভাবেই বলা যায়, রাজ্যের সরকার এবং শাসক দল চরম অস্বস্তির মধ্যে আছে এই ঘটনার জন্য। কিন্তু অনেকাংশে এই বিষয়টি নিয়ে যেন হাস্যকর পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে এবং তা শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, খোদ তৃণমূলের অন্দরেও। কীভাবে, জেনে নিন।
আরও পড়ুন- তৃণমূলের ১০০ নাম দিয়েছি! অমিত সাক্ষাতের পর বললেন শুভেন্দু
আসলে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক যুব তৃণমূলের উদ্যোগে সেপ্টেম্বর মাসে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। টানা দু’দিন এই প্রতিযোগিতা চলবে। জানা গিয়েছে, এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ টাকা। আয়োজকরা তার জন্য বিধায়ক খগেশ্বর রায়ের কাছে যায় এবং বাজেটের একটা বড় অংশ অনুদান হিসেবে দেওয়ার জন্য অনুরোধ জানায়। তাঁদের আবেদন শুনেই নাকি বিধায়ক পাল্টা প্রশ্ন করে বলেছেন, ”এত টাকা আমি কোথায় পাব? আমি কি পার্থ চ্যাটার্জি?” তৃণমূল বিধায়কের বেফাঁস কথা নিয়ে বা বলা যেতে পারে হাস্যরসে ভরা মন্তব্য নিয়ে তরজা শুরু হয়ে গিয়েছে।
মনে করিয়ে দিতে হয়, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ টাকা, আরও ৬-৭ কোটি টাকার সোনা। এছাড়াও রুপোর কয়েন, বালা, সোনার বার, সেক্স টয়, জমির দলিল, অনেক গুরুত্বপূর্ণ নথি। যদিও পার্থ এবং অর্পিতা দুজনেই দাবি করেছেন যে এই টাকা তাঁদের নয়। তাহলে টাকা কার? এই প্রশ্নের উত্তর খোঁজা চলছে।