বক্তব্য ব্যক্তিগত! ‘তারিখ রাজনীতি’ ইস্যুতে কিছুটা ব্যাকফুটে শুভেন্দু

বক্তব্য ব্যক্তিগত! ‘তারিখ রাজনীতি’ ইস্যুতে কিছুটা ব্যাকফুটে শুভেন্দু

কলকাতা: এই ক’দিন যাবৎ ডিসেম্বরের কয়েকটি তারিখ নিয়ে ব্যাপক জলঘোলা চলছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরের কথা জানিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম দুটি তারিখ পেরিয়ে গিয়েছে কিন্তু রাজনৈতিকভাবে এই বঙ্গে তেমন কিছু ঘটেনি ঠিকই, কিন্তু ওই দুদিনই দুটি বড় ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ও ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিরোধী দলনেতা বেরিয়ে আসার পরে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা। স্বাভাবিকভাবেই এই নিয়ে চাপে পড়েছে বিজেপি শিবির। আর তাই হয়তো এই ‘তারিখ রাজনীতি’ থেকে নিজেকে কিছুটা দূরে সরাতে চাইলেন খোদ শুভেন্দু।

আরও পড়ুন- মেডিক্যাল কলেজে গেলেন চন্দ্রিমা, দিন না বললেও ছাত্র নির্বাচন নিয়ে বড় আশ্বাস

হুগলির ব্যান্ডেলে শুক্রবার রাজ্য বিজেপির কার্যকরী বৈঠকে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই শুভেন্দু জানান, তারিখ সংক্রান্ত বক্তব্য তাঁর ব্যক্তিগত। তবে এই প্রসঙ্গেই তিনি আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, যা হওয়ার তা ডিসেম্বরে না হয়ে জানুয়ারিতেও হতে পারে। ‘বড় চোরদের’ তিনি জেলে ঢোকাতে চান। তবে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি যা বলেছেন তার সঙ্গে দলের কোনও যোগ নেই। কিন্তু যা বলেছেন তা হবেই। আজ নয় তো কাল হবেই। এর আগেই অবশ্য ১২ ডিসেম্বর হাজরার সভা থেকে শুভেন্দুর বক্তব্য ছিল, সরকার বদলের কোনও কথা বলেননি তিনি, আর ১২ ডিসেম্বরটা জানুয়ারি হবে। অর্থাৎ হুঁশিয়ারি দেওয়ার মাস বদল করে দেন তিনি।

শুভেন্দু জানিয়েছিলেন, এই দিনগুলিতে সরকার পড়বে, এমন কথাও তিনি বলেননি। আগামী জানুয়ারির মধ্যে ধেড়ে বড় ডাকাত থেকে ধেড়ে ইঁদুর ধরা পড়বে এবং তারা সকলে জেলে যাবেই। আর এই মঞ্চ থেকেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশকে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − two =