অনুব্রত এখনও গ্রেফতার হননি, ‘আশ্চর্য’ হচ্ছেন সুকান্ত

অনুব্রত এখনও গ্রেফতার হননি, ‘আশ্চর্য’ হচ্ছেন সুকান্ত

কলকাতা: বগটুই কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ওপর। তাঁকে গ্রেফতারের ছক কষা হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এখনও কেন গ্রেফতার হননি সেই ইস্যুতে তুলে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন, অনুব্রত মণ্ডল এখনও গ্রেফতার হননি দেখে তিনি আশ্চর্য।

আরও পড়ুন- বিধানসভার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা, দিলেন এফআইআর-এর নির্দেশ

রামপুরহাটে যে ঘটনা ঘটেছে তাতে বিজেপিকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেন, বিজেপি’র নেতারা সেখানে গিয়ে নিজেদের মতো করে রিপোর্ট তৈরি করেছেন, তা তদন্তকে প্রভাবিত করবে। পাশাপাশি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের ছক কষা হচ্ছে বলেও সরব হন তিনি। তবে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, অনুব্রত মণ্ডলের অবশ্যই গ্রেফতার হওয়া উচিত। একদিকে গরুপাচার কাণ্ডে গ্রেফতারি এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে, বগটূই কাণ্ডেও তিনি অভিযুক্তদের তালিকায় রয়েছেন। তিনি এখনও গ্রেফতার হননি এটাই অদ্ভুত ব্যাপার। তবে মমতা আজ বিজেপিকে একহাত নিয়ে স্পষ্ট জানিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্তে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, তদন্ত চলার সময় কোনও রাজনৈতিক দল বা অন্য কোনও পক্ষের তাতে হস্তক্ষেপ করা উচিত নয়৷ তদন্ত সবসময় স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত৷ তদন্তের মাঝে দলীয় হস্তক্ষেপ করার অর্থ ক্ষমতার অপব্যবহার৷ যা তদন্তকে ব্যাহত করতে পারে৷

আসলে বগটুইয়ের বাসিন্দা নাজমা বিবির স্বামী শেখলাল বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের ‘কেষ্ট’র বিরুদ্ধে। তাঁর বক্তব্য ছিল, ভাদুর কালোবাজারির যে টাকা তা ভাগ হত আনারুল, আইসি, এসডিপিও এবং অনুব্রতর মধ্যে! তাঁর কথায়, ভাদু খুন হওয়ার পর তার লোকজনই আগুন লাগায় বাড়িতে বাড়িতে। ভাদু আসলে কয়লা, বালির কালোবাজারি করত। ওর সঙ্গে আরও ৫০ জন মতো ছিল, তারা সবাই এখন উধাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =