কলকাতা: বিজেপির বিরুদ্ধে বিরোধীদের আরও একজোট করতে সম্প্রতি উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের হয়ে প্রচার করেছেন তিনি। কিন্তু সেখানে যাওয়ার পর বিজেপি সমর্থক এবং কর্মীদের রোষানলে পড়েন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁকে কালো পতাকা দেখানো হয়, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাঁর সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলা হয়। এই ইস্যুতেই এবার মুখ খুলে মমতাকে আরও কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, বাংলার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রাসঙ্গিকতা নেই।
আরও পড়ুন- ‘খেলা হবে’, ‘আমাকে ভয় দেখানো যাবে না’, বারাণসীতে হামলার জবাবে হুঙ্কার মমতার
সুকান্তের কথায়, কালো পতাকা দেখানো বা গাড়ি ঘিরে বিক্ষোভ খুবই সাধারণ ব্যাপার। বাংলার বিজেপি নেতারা অহরহ তার সম্মুখীন হয়। কেউ কাউকে কালো পতাকা দেখাতেই পারে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বাংলার বাইরের রাজনৈতিক দল বা তাদের নেতাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক হলেও জনগণের কাছে একদম প্রাসঙ্গিক নন। তাঁর কোনও গুরুত্ব নেই বাংলার বাইরের জনগণের কাছে। প্রসঙ্গত, মমতাকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে অখিলেশ দাবি করেছিলেন যে বিজেপি তাঁকে ভয় পাচ্ছে। এদিন সেই মন্তব্যের পাল্টা দিলেন সুকান্ত।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, যোগী আদতে যোগী নন, ভোগী। সেই মন্তব্যেরও আজ পাল্টা কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত। তিনি বলেন, যিনি নিজে বহুবার সংবাদমাধ্যমের সামনে ভুলভাল মন্ত্রপাঠ করেছেন, তাঁর হিন্দু ধর্ম শাস্ত্র সম্পর্কে কতটা জ্ঞান আছে তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখ্য, মমতার বক্তব্য ছিল, ‘‘আপনি দেখান আপনি বড় সাধু৷ কিন্তু সাধুদের প্রতি মানুষের একটা সম্মান থাকে৷ আপনি সাধুদের অসম্মান করছেন৷ সাধুদের নাম খারাপ করছেন। উনি নামে যোগী আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন?’’