কলকাতা: রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তুলে ধরেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে তিনি দাবি করেছিলেন যে, দারুণভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুদীপের দাবি বগটুই কাণ্ডে যে রাজনীতির যোগ নেই তা মেনে নিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে দাবি করে আসছিল এই বিষয় নিয়ে। এখন তাই সুদীপের দাবিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে। যদিও তাঁর এই দাবি নস্যাৎ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- নিজেকে নির্দোষ বলছেন আনারুল! নেতৃত্বের সঙ্গে আলোচনা চান
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদমাধ্যমে জানিয়েছেন, বগটুই-কাণ্ডের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই এই দাবিতে সহমত পোষণ করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যখন তাঁর সামনে গিয়ে বগটুই প্রসঙ্গ তুলে ধরেন তখন তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন তিনি। কিন্তু সুদীপের এই দাবি মানতে নারাজ বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই দাবি একেবারে মিথ্যে, তদন্ত হওয়ার আগে এই ধরণের মন্তব্য করতেই পারেন না স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ তাঁকে জানিয়েছিলেন, ইতিমধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ জন পুলিশ আধিকারিককে ছুটিতে পাঠানো হয়েছে। যে দোষী সে ছাড়া পাবে না বলেই কড়া অবস্থান নিয়েছে সরকার। সুদীপের দাবি ছিল, অমিত শাহ নিজেই বিশ্বাস করেন এই ঘটনা রাজনৈতিক নয়।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও সরানোর আর্জি জানিয়েছিলেন তিনি। সুদীপ জানান, রামপুরহাটের ঘটনা খুব ভাল ভাবেই সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপাল এই ইস্যুতে যে মন্তব্য করেছেন তা একদম সঠিক নয়। তিনি সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে গিয়ে কাজ করছেন। তাই তাঁকে সরানোর আর্জি জানিয়েছেন তিনি।