কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনা নিয়ে এখন তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় আলাদাভাবেই আতঙ্কিত বঙ্গবাসী, কারণ সকলের মনে পড়ে গিয়েছিল পোস্তা, মাঝেরহাট সেতু বিপর্যয়ের কথা। কলকাতার পোস্তার উড়ালপুল ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে বিজেপির তরফ থেকে তৃণমূল সরকারকেই দোষ দেওয়া হয়েছিল। যদিও এই ইস্যুতে পুরনো দলের পাশে দাঁড়ালেন শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর নিশানা পূর্ববর্তী বাম সরকারকে।
আরও পড়ুন- কাজের জন্য ‘হাইব্রিড মডেল’ চাইছে অধিকাংশ সংস্থা, পদ্ধতি কেমন
শোভনের বক্তব্য, পোস্তার ব্রিজ ভাঙার দায় কোনও ভাবেই তৃণমূল সরকারের ওপর বর্তায় না। তার কারণ ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরি করেনি। উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ মার্চ যে দিন ঘটনাটি ঘটে, তখন কলকাতার মেয়র ছিলেন তিনিই। সেই প্রেক্ষিতে তাঁর দাবি, ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরি করেনি, আগের সরকারের আমলে ব্রিজের বরাত দেওয়া এবং কাজ শুরু। তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর সেই কাজ শেষ করেছিল মাত্র। এতএব, শোভনের নিশানায় যে রয়েছে বাম সরকার তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদিও পোস্তা দুর্ঘটনার সময়ে প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে আক্রমণ করেই মন্তব্য করেছিলেন। ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলে খোঁচা দিয়েছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার নারদ মামলার শুনানিতে যোগ দিয়ে নগর দায়রা আদালতে সশরীরে হাজিরা দেন অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের নেতা ববি হাকিম, মদন মিত্ররা। সেখানে গুজরাতের সেতু প্রসঙ্গ উঠলে শোভন জানান, খুবই দুঃখজনক বিষয়। তবে ব্রিজের রক্ষণাবেক্ষণের ভার পুর প্রশাসনের, তাঁদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।