Aajbikel

কাজের জন্য 'হাইব্রিড মডেল' চাইছে অধিকাংশ সংস্থা, পদ্ধতি কেমন

 | 
বাড়ি থেকে কাজ

কলকাতা: করোনা ভাইরাস সংক্রমণ অনেক কিছুই বদলে দিয়েছে। লকডাউন হওয়ার পর থেকে মানুষের সাধারণ জীবনযাপনে আমূল বদল এসেছিল। প্রায় দেড় বছর টানা ঘর থেকেই কাজ করতে হয়েছে অধিকাংশকে। বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম যেন 'নিউ নর্মাল' হয়ে গিয়েছে। এখন অনেক অফিস আবার আগের মতো খুলে গেলেও বেশ কিছু অফিস এই পদ্ধতিই চালু রেখেছে। অর্থাৎ এখন অফিস গিয়েও যেমন কাজ হচ্ছে, আবার বাড়ি থেকেও কাজের নিয়ম চালু। আর এইভাবেই আগামী দিনে কাজ করাতে চাইছে অধিকাংশ সংস্থা। একেই নাম দেওয়া হয়েছে, 'হাইব্রিড মডেল'।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনশনকারী ৩ চাকুরিপ্রার্থী

এক কথায় এই পদ্ধতির অর্থ হল অর্ধেক দিন বাড়ি থেকে এবং অর্ধেক দিন অফিস থেকে কাজ। রিয়েল এস্টেট ফার্ম সিবিআরই বা সাউথ এশিয়া প্রাইভেট লিমিটেডের সমীক্ষা বলছে, এই মুহূর্তে এমন ভাবেই কাজ করতে চাইছে ৭৩ শতাংশ সংস্থা! ফের বাড়তে থাকা করোনা পরিস্থিতির জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই মডেলে সপ্তাহের বেশি দিন অফিসে এবং কিছু দিন বাড়ি থেকে কাজের ভাবনা নেওয়া হচ্ছে। ধরে নেওয়া যাক, ৩ থেকে ৪ দিন অফিস থেকে কাজ হল এবং বাকি ২-৩ দিন বাড়ি থেকে কাজ। কর্মীদের এইভাবেই কাজ করা অপশন দিচ্ছে কোম্পানিগুলি। চমকপ্রদ ব্যাপার এই, প্রায় ৪০ শতাংশ কর্মী এই মডেলে কাজ করতে তৈরি।

ভারতে কাজের জন্য অন্য এক পদ্ধতির কথা শোনা গিয়েছিল। সরকারি ক্ষেত্রে কর্মীরা সপ্তাহে মাত্র চারদিন কাজ করবেন৷ বাকি তিনদিন ছুটি৷ তবে যে চারদিন অফিসে যাবেন, সেই দিনগুলিতে তাঁদের ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করতে হবে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর কৌতূহল সৃষ্টি হয়। পক্ষে-বিপক্ষে তর্কও শুরু হয়েছিল। কিন্তু পরে সরকার স্পষ্ট করে যে, আপাতত এই পদ্ধতি নিয়ে কিছুই তেমন ভাবা হয়নি।

Around The Web

Trending News

You May like