ইস্যু অনুব্রত, প্রশ্ন করতেই সিবিআইকে নিশানা করলেন সৌগত

ইস্যু অনুব্রত, প্রশ্ন করতেই সিবিআইকে নিশানা করলেন সৌগত

a04809d62a1d83ba0495af4822507b2e

কলকাতা: এখনই লজ্জিত হওয়ার কিছু নেই তবে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। কিন্তু এবার তাঁকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বর্ষীয়ান এই নেতা। অনুব্রত মণ্ডলের আয় বহির্ভূত বিষয় নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে কড়া উত্তর দেন তিনি। বলেন, সিবিআই এখনও কিছু প্রমাণ দিতে পারেনি। অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে দলীয় পদ থেকে সরানো হবে কিনা সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন সৌগত রায়।

আরও পড়ুন- অনুব্রতর খেলা শেষ! আরও অনেক লাইনে আছে, পরপর টুইট-খোঁচা দিলীপের

এদিন তৃণমূল সাংসদ এই ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এখনও কোনও প্রমাণ দেয়নি সিবিআই। যখন আদালতে প্রমাণ পেশ করবে তখন দেখা যাবে। আর অনুব্রত মণ্ডলকে এখনও জেলা সভাপতি হিসেবে রাখা হবে কী হবে না তা সময় বলবে। সংবাদমাধ্যমের কথায় কোনও সিদ্ধান্ত যে হচ্ছে না, সেটা স্পষ্ট করে দেন তিনি। সত্যি কেউ যদি অপরাধ করে, মানুষকে ঠকায়, তাহলে ব্যবস্থা হবে বলে আবারও দাবি করেছেন দমদমের তৃণমূল সাংসদ। শুক্রবারই তিনি জানিয়েছিলেন,  পার্থর ব্যাপারে তাঁরা লজ্জিত তবে অনুব্রতের ব্যাপারে এখনো সঠিক জানা নেই। চার্জশিটে ওর নাম ছিল না। তাঁর অভিমত, “একটা অসুস্থ লোককে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়।”  

যদিও বিরোধীরা এই বিষয়ে কী বলছে তা নিয়ে কিছু ভাবতে রাজি নন সৌগত বলে জানিয়েছেন। তাঁর কথায়, ”বিরোধীরা কী বলছে তা নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই।” তবে তিনি প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারীকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদী, এরাও পালিয়ে গিয়েছে, এদের গ্রেফতার করা হয়নি। যারা বিজেপি সরকারের বড় বন্ধু তাঁরা পালিয়েই আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *