কলকাতা: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। এই নিয়ে এখন রাজ্য তোলপাড়। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর রাজ্যের শাসক দলের যে মুখ পুড়েছিল তা বলাই বাহুল্য। এবার অনুব্রতকে নিয়েও একই রকম পরিস্থিতি। তবে এখনই লজ্জিত হওয়ার কিছু নেই বলেই জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার দুপুরে খড়দহের রুইয়া ৫৬ নম্বর বাসস্ট্যান্ডে আয়োজিত তৃণমূলের রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- অনুব্রতর খেলা শেষ! আরও অনেক লাইনে আছে, পরপর টুইট-খোঁচা দিলীপের
সৌগত বলেন, “অনুব্রতের গ্রেফতারি আমি অত্যন্ত দুঃখিত। অনুব্রত ভালো সংগঠক ছিল, দলের ক্ষতি হল। তবে ওর কোনো দোষ এখনো প্রমাণিত হয়নি, তাই ওকে কী করা হবে তা নিয়ে দল নিশ্চয়ই পরে সিদ্ধান্ত নেবে।” তিনি আরও বলেন, পার্থর ব্যাপারে আমরা লজ্জিত তবে অনুব্রতের ব্যাপারে আমরা এখনো সঠিক জানি না। চার্জশিটে ওর নাম ছিল না। তাঁর অভিমত, “একটা অসুস্থ লোককে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়।” কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মতো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? হলে তা কবে? এই নিয়েও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন সৌগত।
তিনি জানিয়েছেন, ”পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাপারে দল তো ব্যবস্থা নিয়েছে। এটা আমরা বারবার বলছি যে কেউ যদি প্রমাণিত হয়ে যে সে অন্যায় করেছে তাহলে দল তাঁর সঙ্গে সম্পর্ক রাখবে না। কিন্তু প্রমাণ হোক, তথ্য সামনে আসুক।” যদিও বিরোধীরা এই বিষয়ে কী বলছে তা নিয়ে কিছু ভাবতে রাজি নন সৌগত বলে জানিয়েছেন। তাঁর কথায়, ”বিরোধীরা কী বলছে তা নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই।” তবে তিনি প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারীকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদী, এরাও পালিয়ে গিয়েছে, এদের গ্রেফতার করা হয়নি। যারা বিজেপি সরকারের বড় বন্ধু তাঁরা পালিয়েই আছে। সিপিএম, কংগ্রেসকে একহাত নিয়ে তিনি বলেছেন, এঁরা তো শূন্য, আর বিজেপি রোজ ক্ষমতা হারাচ্ছে। তাই তাঁরা কী বলল তাতে কিছু এসে যায় না।