কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকেই ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো চলাচল উদ্বোধন করেন। যদিও সেই স্টেশনের কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে, এই শিয়ালদহ স্টেশন উদ্বোধন করার আগে তিনি স্টেশন পরিদর্শনে এসেছিলেন। সেখান থেকে ঘুরেই হাওড়া ময়দানের উদ্দেশে রওনা হন স্মৃতি। যদিও আজকের এই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- অধিকাংশ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর! বাংলা নিয়ে অন্য চিন্তা
এদিন স্টেশন উদ্বোধনের পর শিয়ালদহ থেকে প্রথম মেট্রো রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। শিয়ালদহ থেকে যাত্রী বিহীন ট্রেনই রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। আগামী ১৪ তারিখ থেকে যাত্রীদের জন্য খুলে যাবে এই মেট্রো। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের এই উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণের ধরন নিয়ে অসন্তুষ্ট তারা। দাবি করা হয়েছে, প্রথমে তাঁকে নিমন্ত্রণ করেইনি রেল কর্তৃপক্ষ। কিন্তু মেট্রো রেলের তরফে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান হয়েছে।
জানা গিয়েছে, এই শাখায় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। শিয়ালদহ স্টেশনে এসক্যালেটরের ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি থাকছে লিফটও। থাকবে স্ক্রিন ডোর৷ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই খুলবে ওই দরজা৷ উল্লেখ্য বিষয় হল, শিয়ালদহ মেট্রো স্টেশনে দু’পাশেই থাকবে প্ল্যাটফর্ম৷ ফলে স্টেশনে ঢোকার পর খুলে যাবে মেট্রোর দু’পাশের দরজাই৷ এত দিন যে দিকে প্ল্যাটফর্ম পড়ত, মেট্রোয় সেদিকের দরজাই খুলত৷