গাড়ি নিয়ে নয়া নিয়ম চালু, সিকিমে স্বস্তি পাবে বাংলার পর্যটকরা

গাড়ি নিয়ে নয়া নিয়ম চালু, সিকিমে স্বস্তি পাবে বাংলার পর্যটকরা

গ্যাংটক: বাঙালি পর্যটকদের কাছে সিকিম একটি অন্যতম পছন্দের জায়গা। অল্প কয়েকদিনের ছুটিতে এই রাজ্যে ভ্রমণে যাননি এমন মানুষ কম। পাহাড় থেকে শুরু করে জলপ্রপাত, নদী, বরফ, জঙ্গল, সব কিছুর একটা যেন মিশেল পাওয়া যায় সিকিমে।

আরও পড়ুন- ‘আপনার পরেই তো অভিষেক..’ পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন উঠতেই জবাব দিলেন মমতা

কিন্তু ঘুরতে যাওয়ার অন্যতম সেরা জায়গা হলেও বাংলা এবং সিকিম এই দুই রাজ্যের গাড়ি চলাচল নিয়ে বরাবর একটা সমস্যা ছিল। সেই সমস্যার এখন সমাধান হল এবং মনে করা হচ্ছে তাতে দুই রাজ্যের সম্পর্ক আরও মজবুত হবে। পর্যটকরাও আরও স্বস্তি পেলেন।

sikkim

আসলে সিকিম সরকার কোনও ভাবেই পশ্চিমবঙ্গের গাড়ি তাদের রাজ্যে ঢুকতে দিত না। সিকিম সীমান্তে নেমে আবার ওই রাজ্যের গাড়ি নিয়ে হোটেল পৌঁছতে হত পর্যটকদের। এতদিন পর্যন্ত ছিল এই নিয়মই। কিন্তু তার বদল ঘটেছে। চলতি সপ্তাহেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও সিকিম সরকারের মধ্যে।

sikkim

চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও সিকিমের পরিবহণ মন্ত্রী সঞ্জিত খারেল। এখন থেকে বাংলার পর্যটকরা গাড়ি নিয়ে হোটেল পর্যন্ত যেতে পারবেন। সীমান্তে আর তাদের হেনস্থা হতে হবে না। তবে সিকিমে পৌঁছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে চাইলে স্থানীয় গাড়ি ভাড়া নিতে হবে বাইরের রাজ্যের বাসিন্দাদের। এই চুক্তির পাশাপাশি দুই রাজ্যের সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন রুটে গাড়ির সংখ্যাও বাড়ানো হয়েছে। যেমন, শিলিগুড়ি-গ্যাংটক রুটে সরকারি বাস ২৫ থেকে ৩০ করা হয়েছে। আবার শিলিগুড়ি-নামচি একটি নতুন রুট চালু হয়েছে। এই রুটে ৪ টি বাস চলবে।

গ্যাংটক থেকে শিলিগুড়ি বাসের সংখ্যা আগের থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। দুই রাজ্যের প্রশাসন আশাবাদী এই সিদ্ধান্তে সকলের উপকার হবে এবং বাংলা-সিকিমের সম্পর্ক আরও মধুর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =