কলকাতা: গত রবিবার বিজেপি’র জাতীয় কর্ম সমিতির বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষের বাণ ছুঁড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ খোঁচা দিয়ে বলেছিলেন, খুব শীঘ্রই পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে বাংলা৷ এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো। এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বতন্ত্র ব্যক্তিত্ব। দু’বারের জয়ী সাংসদ। তাঁর পৃথক পরিচয় রয়েছে।”
আরও পড়ুন- শহরের বাজারে ঢুকছে পদ্মা-রায়দিঘির ইলিশ! দাম কত জানেন?
একটি চ্যানেলে আয়োজিত ওই অনুষ্ঠানে অমিত শাহের প্রসঙ্গে টেনে সঞ্চালক বলেন, ‘‘আপনার পরেই তো অভিষেক…” সঞ্চালক নিজের প্রশ্ন শেষ করার আগেই ক্ষুব্ধ মমতা বলেন, ”আমার পরিবার থেকে যদি একজন রাজনীতিতে আসে তাহলে ক্ষতি কীসের ? নতুনদেরও রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে। এরপর দায়িত্ব কে নেবে?” পরিবারতন্ত্র প্রসঙ্গে এর পর তিনি টেনে আনেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা৷ তৃণমূল সুপ্রিমোর কথায়, ”আজ মুজিবর কন্যা শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের কী হত!”
পরিবারতন্ত্রের প্রশ্ন বিজেপি নেতৃত্বকে পাল্টা খোঁচা দিতেও ছাড়েননি তিনি৷ মমতা বলেন, ”একজন তো নিজের ছেলেকে ক্রিকেট বোর্ডে বসিয়ে পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে! কেন ভাইপো ভাইপো করেন? অভিষেককে গিয়ে প্রশ্ন করুন। আমি কারও দায়িত্ব নিতে পারব না। ও স্বতন্ত্র।”
এদিনের খোলামেলা আলোচনায় উঠে এসেছিল জাতীয় রাজনীতির প্রসঙ্গও৷ মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি থেকে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা, সব বিষয়েই কথা বলেন তৃণমূল নেত্রী৷ মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বিজেপির ভূমিকায় ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বলেন, সরকার ভাঙার জন্য বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের টাকা ছাড়াও অনেক কিছু দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকার বেশি দিন থাকবে না বলেও দাবি তাঁর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>