সুদীপ্ত-গৌতমরা কার ছবি কিনেছিলেন? সারদা-কাণ্ডে হুঙ্কার শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল

সুদীপ্ত-গৌতমরা কার ছবি কিনেছিলেন? সারদা-কাণ্ডে হুঙ্কার শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল

কলকাতা: ছবি কেনা নিয়ে এবার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী৷ প্রকাশ্য জনসভায় তিনি বলেন, ‘‘সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, সঞ্জয় বুধিয়া, হর্ষ নেউটিয়ারা কার ছবি কিনেছিলেন? লিও নার্দো দা ভিঞ্চির ছবি? ভেবেছিলেন সারদা পুরনো হয়ে গিয়েছে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন৷ ছবি আসছে৷ শুধু ভাইপো নয়৷ পিসিকেও যেতে হবে৷’’ ধর্মতলার সভা থেকে নাম না করে এই ভাষাতেই হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ 

আরও পড়ুন- আরও এক দফা চার্জশিট বগটুই কাণ্ডে, ৮ নামের উল্লেখ সিবিআই-এর

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘‘সারদা নিয়ে আমি যখন সরব হয়েছিলাম, শুভেন্দু অধিকারী তখন কোথায় ছিলেন? কী করছিলেন? সুদীপ্ত সেনের সঙ্গে দেখা করে যারা টাকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন শুভেন্দু অধিকারী৷  তখন শুভেন্দু অধিকারীরা বৃহত্তর ষড়যন্ত্রে সামিল হয়ে আমার কাঁধে বন্দুক রেখে আমাকে জেলে পাঠিয়ে বাইরে ঘুরে বেরাচ্ছিলেন৷ তখন কেন বিপ্লব করেননি শুভেন্দু?’’ কুণাল আরও বলেন, ‘‘২০১৩ সালে আমি সারদা নিয়ে সরব হয়েছিলাম৷ তখন শুভেন্দু তৃণমূলে৷ সেই সময় শুধু আরও দাও, আরও খাব করছিলেন৷’’ তাঁকে চোরচোরটা চিটিংবাজ বলেও তোপ দাগেন কুণাল৷ বলেন, ‘‘উনি কী ভেবেছে বিজেপি’তে গিয়ে রেহাই পাবে? ওঁকে যদি সিবিআই নাও গ্রেফতার করে, যেদিন এই মামলায় ৩১৩ ধারা প্রয়োগ হবে, সেদিন শুভেন্দু অধিকারীকে কলার ধরে গেট পর্যন্ত পৌঁছে দেব৷ ’’