কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সর্বপ্রথম পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। শেষে এখন সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কেও নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। শনিবার শান্তি প্রসাদকে ফের সিবিআই তাঁদের হেফাজতে পেল। আদালতে তাঁরা দাবি করেছিল যে, নবম দশম নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান তিনি। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন শান্তিপ্রসাদ। এখন তাহলে নিয়োগ কাণ্ডের তিন অভিযুক্ত নিজাম প্যালেসের ‘বাসিন্দা’।
আরও পড়ুন- সাগরে একাধিক ঘূর্ণাবর্ত! সপ্তমী থেকে দশমী তুমুল বৃষ্টি, মন খারাপের খবর শোনালেন আবহাওয়াবিদ
শিক্ষক নিয়োগ দুর্নীতির ৩ প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা, এই মুহূর্তে তিনজনেই আছেন সিবিআই হেফাজতে। শান্তিপ্রসাদকে গ্রেফতার করার পর আবার তাঁকে কিছুদিনের জন্য নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ে সিবিআই। কেন দোষ কবুল করানো যাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিচারক। কিন্তু অবশেষে তাঁদের দাবিকেই মান্যতা দেন। এবার তিনজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে বলে এখন অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর এফআইআরে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদ সিনহার।
কলকাতা হাইকোর্ট নিযুক্ত রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টেও প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদের নাম ছিল। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্কুলে নিয়োগ করা হয়েছিল। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে তাঁর ভূমিকা ছিল। এদিকে পার্থ এবং কল্যাণময়ও যে এই কাণ্ডে অত্যপ্রোতভাবে জড়িয়ে সেও দাবি করছে সিবিআই, ইডি।