সাগরে একাধিক ঘূর্ণাবর্ত! সপ্তমী থেকে দশমী তুমুল বৃষ্টি, মন খারাপের খবর শোনালেন আবহাওয়াবিদ

সাগরে একাধিক ঘূর্ণাবর্ত! সপ্তমী থেকে দশমী তুমুল বৃষ্টি, মন খারাপের খবর শোনালেন আবহাওয়াবিদ

কলকাতা:  নিম্নচাপের দাপটে সপ্তাহভর মুখ গোমরা আকাশের৷ কোথাও ভারী, কোথাও আবার মাঝারি বা হালকা বৃষ্টি হয়েছে৷ দিনভর আকাশে কালো মেঘের ঘনঘটা৷ চলতি বছর মুরশুম ছিল কার্যত শুখা৷ সে ভাবে বৃষ্টির দাক্ষিণ্য পায়নি বাংলা৷ উল্টে তীব্র দাবদাহে পুড়েছে দক্ষিণবঙ্গের মানুষ৷ এদিকে পুজো যতই এগিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে আবহাওয়ার গতিপ্রকৃতি৷ সকলের মনে একটাই প্রশ্ন পুজোয় বৃষ্টি হবে না তো? এমতাবস্থায় আশঙ্কার কথা শোনালেন Geomorphologist ড. সুজীব কর৷ 

আরও পড়ুন- বাগুইআটি হত্যাকাণ্ডে আরও এক গ্রেফতার, দিল্লি থেকে পাকড়াও অভিযুক্ত

তিনি জানান, ষষ্ঠীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে সপ্তমী থেকে ভারী বৃষ্টিপাত হবে৷ তাঁর কথায়, “প্রকৃতির গতিপ্রকৃতি যা তাতে পুজোটা বৃষ্টির মধ্যেই কাটবে। ষষ্ঠীতে হয়তো হালকা বৃষ্টি হবে৷ কিন্তু, বাকি দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ, হঠাৎ করেই বঙ্গোপসাগরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে৷ যার জেরে বৃষ্টি অনিবার্য।” পুজোর আগেই সাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছিলেন আবহাওয়াবিদদের একাংশ। এবার সেই আশঙ্কার কথাই আরও জোর দিয়ে শোনালেন ড. সুজীব কর।

 

বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল তার জেরে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপ অপেক্ষাকৃত দুর্বল হলেও গাঙ্গেয় বঙ্গের উপর দিয়েই বিস্তৃত ছিল এর অক্ষরেখা৷ ফলে এই ক’দিন সূর্যের দেখা মেলেনি। হাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে, আবহাওয়ার উন্নতি হবে৷ সকালে মহানগরীর আকাশ ছিল ঝলমলে। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বদলাতে থাকে আবহাওয়া৷ আকাশে কালো মেঘ করে আসে৷ বেলা দেড়টা নাগাদ তুমুল বৃষ্টিপাত শুরু হয়৷ শনিবার সকালেও আকাশ অন্ধকার৷ ঝিরঝির করে বৃষ্টি ঝরছে৷ ফের কেন এই পরিবর্তন?

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের উপর দিয়ে পুরুলিয়া ও দিঘার হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রবিবার বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণের পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে।

তবে পুজোয় বৃষ্টি হবে কিনা, সে বিষয়ে এখন থেকেই নিশ্চিত ভাবে বলতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর৷ তারা জানাচ্ছে, পুজোয় বৃষ্টিপাত হবে কিনা এখন থেকেই বলা সম্ভব নয়। এখনও পুজো আসতে কিছু দিন বাকি রয়েছে৷ পুজোর একসপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব৷