Aajbikel

DA না দেওয়ার ইচ্ছা, প্রতারণা! সরকারের দিকে ধেয়ে এল অভিযোগ

 | 
job

কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে। কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি, উলটে ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। তবে সেই আর্জি খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছিল আদালত। শুক্রবার এই ইস্যুতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। এদিকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে তারা। সব মিলিয়ে কর্মচারী সংগঠনগুলির ক্ষোভ বাড়ছে।

আরও পড়ুন- আঁধার কাটবে? DA মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA) দাবি করেছে যে, ডিএ না দেওয়ার ইচ্ছাই বারবার প্রকাশ করছে রাজ্য সরকার। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এই সংগঠনের তরফ থেকে দাবি করে বলা হয়েছে, রাজ্যের একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প রূপায়ণে সবার অবদান যথেষ্ট। অথচ ডিএ না দেওয়ার ইচ্ছা ক্রমশ প্রকট হচ্ছে রাজ্যের তরফে। সুপ্রিম কোর্টে মামলা টেনে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সেই অভিসন্ধি সামনে এসেছে। রাজ্য সরকারি কর্মী তথা শিক্ষক, শিক্ষা কর্মীদের সঙ্গে এই আচরণ বর্তমান শতাব্দীর সেরা প্রতারণা বলে সংগঠন মনে করছে। এই ক্ষেত্রে তাঁদের হুঁশিয়ারি, ন্যায্য অধিকার ছিনিয়ে আনার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি হবে আরও।

শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়েছেন রাজ্যের আইনজীবী। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে সোমবার এই ডিএ মামলার শুনানি হতে পারে। আগেই অবশ্য রাজ্য দাবি করেছে যে, রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই।

Around The Web

Trending News

You May like