কলকাতা: সুপ্রিম কোর্টে পুরনো একটি মামলায় স্বস্তি পেল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। এখন রাজ্যে যা চলছে সেই পরিস্থিতির মাঝে এই খবর সত্যিই আশ্বস্ত করে সরকারকে। নিয়োগ মামলায় পরপর গ্রেফতারি, চাপ ভালো রকম বেড়েছে প্রশাসনের। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন দুই উপদেষ্টা। তার মাঝে স্বস্তির বার্তা এল শীর্ষ আদালত থেকে।
আরও পড়ুন- শুধু কলকাতাতেই আক্রান্ত ১৫০ পার, বঙ্গের কোভিড গ্রাফে চিন্তা
২০১১ সালে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বেনিয়াম করা হয়েছে বলে অভিযোগ ছিল চাকরি প্রার্থীদের। কলকাতা হাইকোর্টে মামলা করলে তারা হেরে যান। ডিভিশন বেঞ্চে গিয়েও লাভ না হওয়ার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এখন শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, কোনও অনিয়ম হয়নি। উল্লেখ্য, এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০১১ সালের ২৯ ডিসেম্বর। পরীক্ষা হয় ২০১২ সালে। ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয় মেধা-তালিকা। নিয়োগ চলে ২০১৩ সালের ১ অক্টোবর থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত। ঘোষিত শূন্যপদের সংখ্যা ৪৬ হাজার ৪০১টি। মেধা-তালিকায় ছিলেন ৩৬ হাজার ৬০২ জন। নিয়োগ হয় ২৯ হাজার ৫৭৫ জনের। প্রার্থীদের অভিযোগ, শূন্য পদের চেয়ে কম প্রার্থীকে নিয়োগ করা হয়েছে এবং মেধা-তালিকায় নীচের দিকের কিছু প্রার্থী আগে চাকরি পেয়েছেন।
এই মুহূর্তে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে রাজ্য টালমাটাল। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা গ্রেফতার হয়েছেন বুধবার। সিবিআই তাঁদের দুজনকে গ্রেফতার করেছে। সকাল থেকেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অবশেষে বিকেলেই তাঁদের গ্রেফতার করা হয়। মূলত তথ্য গোপনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।