নরেন জন্মেছেন নরেন্দ্র হয়ে! বিবেকানন্দের সঙ্গে মোদীর তুলনা রাহুলের

নরেন জন্মেছেন নরেন্দ্র হয়ে! বিবেকানন্দের সঙ্গে মোদীর তুলনা রাহুলের

17f67dfeff7557664c332ae800d0becd

কলকাতা: রাজনৈতিক নেতাদের সঙ্গে মনীষীদের তুলনা নতুন কিছু নয়। এই নিয়ে বারেবার বিতর্ক হয়েছে। তৃণমূলের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও মনিষীর তুলনা করলে বিজেপি তীব্র সমালোচনা করে। কিন্তু এবার খোদ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা টানলেন এক মনিষীর। তিনি আর কেউ নন স্বামী বিবেকানন্দ। আর এই তুলনা টেনে বিতর্ক বাড়িয়েছেন বঙ্গ বিজেপি নেতা রাহুল সিনহা। স্বাভাবিকভাবেই তাঁকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- ডিসেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সময় বুঝে সেরে ফেলুন জরুরি কাজ

কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেছেন, কলকাতার নরেন গুজরাটে নরেন্দ্র মোদী রূপে জন্ম নিয়েছেন। অর্থাৎ বিবেকানন্দ নরেন্দ্র মোদী হয়ে আবার ফিরে এসেছেন! রাহুলের বক্তব্য, স্বামীজি ফের জন্ম নিয়েছেন মোদীজি হয়ে। ব্যস, এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড়। কী ভাবে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা টানতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খোঁচা দিয়ে বলা হয়েছে, স্বামীজি যদি আজ বেঁচে থাকতেন তবে মুখ লোকানোর জায়গা পেতেন না।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার রূপ বলে উল্লেখ করেছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। সেই নিয়েও কম বিতর্ক হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এইভাবে রাজনীতির মানুষদের সঙ্গে মনিষীদের তুলনা বিতর্ক ছাড়া আর কিছু সৃষ্টি করে না। সাধারণ মানুষ এতে কতটা প্রভাবিত হন সেই নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *