ফুল বদলে BJP-তে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক? পোস্টার ঘিরে শোরগোল

ফুল বদলে BJP-তে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক? পোস্টার ঘিরে শোরগোল

কলকাতা:  দল বদলের জল্পনা উস্কে পোস্টার পড়ল চুঁচুড়ায়৷ সেখানে লেখা, অত্যাচারী বিধায়ক অসিত মজুমদারকে বিজেপিতে নেওয়া চলবে না। এই পোস্টারে ছয়লাপ হুগলির চুঁচুড়া। বিজেপি পার্টি অফিসের দেওয়াল থেকে রেল স্টেশন, সর্বত্র দেখা মিলেছে এই পোস্টারের। এ প্রসঙ্গে বিধায়কের বক্তব্য, ‘আতাল – মাতালের কাজ।’ ওদিকে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ওঁর বিজেপিতে আসার প্রয়োজন নেই। উনি জেলে যাক।

আরও পড়ুন- ‘বাবা সব জানে..’, জেরায় জানিয়েছে মেয়ে, এবার অনুব্রতকে দিল্ল নিয়ে যাওয়ার প্রস্তুতি ইডি-র

শনিবার সকাল থেকেই চুঁচুড়ার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে৷ তাতে লেখা রয়েছে, ‘অত্যাচারী অহঙ্কারী চুঁচুড়ার তৃণমূলের বিধায়ককে বিজেপিতে নেওয়া চলবে না।’ নীচে লেখা, ‘আমরা বিজেপির সৈনিক’। এহেন পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক কর্মীদের মধ্যে। একটাই প্রশ্ন, তবে কি ফুল বদল করতে চলেছেন অসিত মজুমদার? 

এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অসিতবাবু বলেন, ‘কে বলেছে যে আমি বিজেপিতে যাচ্ছি? এই খবর পেল কী করে? কতগুলো পাগল – ছাগল, নয় আতাল – মাতালের কাজ এটা। আমাকে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় তিন বার টিকিট দিয়েছেন। আমি কেন বিজেপিতে যাব?’

এদিকে অসিত প্রসঙ্গে বিরক্ত হুগলির বিজেপি সাংসদ৷ তিনি বলেন, ‘ওঁকে নিয়ে কথা বাড়াতে চাই না। ওঁর বিরুদ্ধে ওঁর দলের কর্মীরাই আমার কাছে দুর্নীতির অভিযোগ করেছেন। আমরা সেই সকল অভিযোগের সিবিআই – ইডি তদন্ত চাই। ওঁকে বিজেপিতে আসতে হবে না। তার আগেই উনি জেলে যাবেন।’