‘বাবা সব জানে..’, জেরায় জানিয়েছে মেয়ে, এবার অনুব্রতকে দিল্ল নিয়ে যাওয়ার প্রস্তুতি ইডি-র

‘বাবা সব জানে..’, জেরায় জানিয়েছে মেয়ে, এবার অনুব্রতকে দিল্ল নিয়ে যাওয়ার প্রস্তুতি ইডি-র

কলকাতা: গরু পাচার মামলার শিকড়ে পৌঁছতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে তিন দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ কিন্তু, সে ভাবে কোনও তথ্যই জানতে পারেননি এনফোর্সমেন্ট ডেরেক্টরেট-এর আধিকারিকরা৷ তাই এবার অনুব্রতকে হেফাজতে নিতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা৷ শুরু হল সেই তোড়জোড়৷ সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি৷ সেজন্য শুরু হয়েছে আইনি প্রক্রিয়া৷ 

আরও পড়ুন- সঠিক সময়ে ডিএ! অগ্রাধিকারের কথা জানালেন শোভনদেব

গরু পাচারকাণ্ডে গত বুধবার থেকে টানা তিন দিন অনুব্রতর মেয়ে সুকন্যাকে জেরা করেছে ইডি। তবে বিশেষ লাভ হয়নি। সাধারণ কিছু তথ্য ছাড়া তাঁর কাছ থেকে তেমন কিছুই জানতে পারেননি গোয়েন্দারা৷ প্রায় সব প্রশ্নের উত্তরেই তিনি বলেছেন, বাবা জানেন৷ না হলে নিয়েছেন হিসাবরক্ষক মণীশ কোঠারির নাম৷ 

ফলে এবার অন্য কৌশল নিতে চলেছে ইডি৷ গরু পাচার-কণ্ডের রহস্যভেদে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চান গোয়েন্দারা। চলতি মাসেই তাকে দিল্লি নিয়ে যতে আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি।

গত মাসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের একদা ছায়াসঙ্গী তথা দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যায় ইডি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তাঁকে দিল্লি নিয়ে যেতে পেরেছেন অফিসাররা৷ এই মামলায় সায়গল  গোয়েন্দাদের কোনও তথ্য দিয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে সায়গলকে দিল্লি নিয়ে যেতে ইডিকে যে বিস্তর আইনি জটিলতা পোহাতে হয়েছিল, তার পুনরাবৃতি চায় না কেন্দ্রীয় গোয়েন্দারা৷